শিরোনামহীন

শওকত আলি
Published : 20 August 2012, 05:37 AM
Updated : 20 August 2012, 05:37 AM

ঈদ। আনন্দ। শৈশব, কৈশোর।বয়স বাড়ছে। আয়োজন, প্রয়োজন বাড়ছে। বাড়ছে রক্ত চাপ। ফিকে হয়ে আসছে শৈশব কৈশোরের হাসিমাখা ঈদ।আস্তে আস্তে নিজের কাছে নিজেই হেরে যাছছি আমরা। মধ্যবিত্তরা। দেশ সমাজ ধর্ম কেউ আমাদেরকে দেয় না।চেয়ে নিতে হয়। অথচ আমরা ৪৭এ ক্ষুদিরাম ৫২য় সালাম বরকত ৭১এ বীরাঙ্গনা, ভাতাহীন মুক্তিযোদ্ধা,আমরাই তো নূর হোসেন। আমরা স্বজনের মায়া ছেড়ে পাড়ি দিয়েছি মধ্যপ্রাচ্যে। আমাদের অর্থে দেশ চলে অথচ আমরাই অর্থহীন। ট্রেনের,বাসের,লঞ্চের টিকেটের জন্য নিদ্রাহীন রাত কাটাতে হয় অনিশ্চিত আশা নিয়ে। টিকেট মিলে না। ছাদে উঠি। বেওয়ারিশ লাশে পরিণত হই রেল লাইনের পাশে অথবা নদীর বুকে। রাজনীতিবিদরা আমাদের রাস্তা বন্ধ করে আমাদেরই মুক্তির পথ খুঁজে। আমরা যে গিনিপিগ। আমরা নীরবে ক্ষমতার পালাবদল ঘটাই নিজেদের জন্য। পালাবদল ঘটে। চারিদিক ভরে উঠে ক্ষমতাবানদের আনন্দ উচ্ছাসে। কিনতু আমাদের কোন পালাবদল নেই। সেই নিদ্রাহীন রাত সেই বেওয়ারিশ লাশ। সেই আনন্দহীন ঈদ।নিজেকে ফিরে পাওয়ার সংগ্রাম। আসলে ক্ষমতার পালাবদল হয় না আমরা হাত-বদল হই।