অরক্ষিত জানালা

শওকত আলি
Published : 20 August 2012, 04:56 PM
Updated : 20 August 2012, 04:56 PM

আমাদের একজন শ্রম ও প্রবাসী মন্ত্রী আছেন।তিনি প্রায়ই ঘোষনা দেন মাত্র পঞ্চাশ হাজার টাকায় তিনি বিদেশে লোক পাঠাবেন। একজনও পাঠাতে পারেননি।আমাদের একজন অর্থ মন্ত্রী আছেন শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য অনেক রকমের প্রণোদনা ঘোষনা দিলেন সেটা ঘোষনাই রয়ে গেল। শেয়ার বাজারের জুয়াড়িদের দেখে নেবেন। ইব্রাহীম সাহেব দেখালেন মন্ত্রী মহোদয় দেখলেন না। যোগাযোগ মন্ত্রী প্রতি মাসের শেষে পদ্মা সেতুর কাজ শুরু করে দেন। কিন্তু পারেন না।একেবারে শেষ সময়ে জানতে পারেন রেলওয়ের ইঞ্জিন কোচ সবগুলো বুড়ো হয়ে গেছে। ড্রাইভার জোয়ান থাকাতে সেগুলো টেনে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে।স্বরাষ্ট্র মন্ত্রী ভাবলেন ক্ষমতার প্রায় চার বছর চলে গেল, এরা কাজের কাজ কিছু তো পারলো না মুখে তালাও দিতে পারলো না, আমিও পারব না, আমাদের মুখের তালা খোলা থাকলে অসুবিধা নেই কিন্তু আপনাদের ঘরের তালা খোলা রাখলে অসুবিধা আছে। দরজায় তালা লাগাবো কিনতু জানালার কি হবে? চোর তো দরজা দিয়ে ঢোকেনা জানালা দিয়ে ঢোকে। অরক্ষিত জানালা!