ডেবিট ক্রেডিট

শওকত আলি
Published : 8 Sept 2012, 05:10 PM
Updated : 8 Sept 2012, 05:10 PM

বুয়েটে ক্লাস হচ্ছে না। ছাত্ররা ক্লাসে যাচ্ছে না। শিক্ষকরাও ক্লাস নিচ্ছেন না। ছাত্ররা শিখতে পারছেনা, পিছিয়ে যাচ্ছে। শিক্ষকদের বেতন কাটা যাচ্ছে না,বেতন জমছে। ছাত্র ডেবিট স্যাররা ক্রেডিট। ভিসি,প্রো-ভিসি,আমলা, রাজনীতিবিদ, মন্ত্রী, উপদেষ্টা সবাই ক্রেডিট। দেশ ডেবিট। অভিভাবক ডেবিট। পক্ষে-বিপক্ষে নানা মত থাকতে পারে, সমস্যা থাকতে পারে, দুর্নীতিও থাকতে পারে তাই বলে ক্লাস বন্ধ থাকবে? এটাতো সবচেয়ে বড় দুর্নীতি,ডেবিট। কোন কারনেই অন্য ধরনের কোন প্রতিষ্ঠান বন্ধ থাকে না। ক্রেডিট। কিন্তু সামান্য একটা কিছু ঘটলেই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়, ডেবিট।
আমাদের জন্য গনতন্ত্র। ডেবিট?