আজি হতে বিশ বর্ষ পরে

শওকত আলি
Published : 11 Sept 2012, 05:19 AM
Updated : 11 Sept 2012, 05:19 AM

আরে ভাই অনেক দিন পরে দেখা,কেমন আছেন? তা আপনার ছেলেটা এখন কোথায় পড়ছে?"ছেলেটা গত বছর মাস্তানির কোর্স শেষ করেছে, এ গ্রেড পেয়েছে।এখন রাজনৈতিক কোর্সটাও শেষ হওয়ার পথে,কোর্স শেষ হওয়ার আগেই নেতাগিরি কনফার্ম।একেবারে যাকে বলে টানাটানি,ভাবছি সরকারি দলে দেব না বিরোধী দলে দেব। অবশ্য এটা কোন সমস্যা না, মওদুদের মত লোকেরা এতদিন পর্যন্ত কত ডিগবাজি খেলো, সূযোগ বুঝে আমার ছেলেটাও না হয় তার মত দুই একটা ডিগবাজি দেবে। ট্রেনিং পাওয়া কোর্স কমপ্লিট করা ছেলে তো ।দোয়া করবেন ছেলেটা যেন ভাল করতে পারে!"আমাদের সমাজ কি এ ধরনের উওর পেতে অভ্যস্ত হয়ে পড়বে? আমরা এখন আর সামাজিক জীব নই, আমরা এখন রাজনৈতিক জীব,রাজনীতি সমাজকে গোগ্রাসে খেয়ে ফেলেছে।সমাজ বলে এখন আর কিছু নেই।হাটে,বাজারে,মহল্লায়,দোকানে,অফিসে,মাঠে-ময়দানে সর্বত্র রাজনীতি নিয়ে আলোচনা, সমাজ নিয়ে ভাবার সময় কই।মাস্তানির ডিগ্রী থাকলে রাজনীতির ময়দান খোলা আর রাজনীতির ডিগ্রী থাকলে গাড়ী, বাড়ী,বিদেশ ভ্রমন,জৌলষময় জীবন ঠেকায় কে।তাই এখন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছেলের চেয়ে মস্তানের কদর অনেক বেশী। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেভাবে লং জাম্প,হাই জাম্প,রামদা,হকিষ্টিক দেখা য়ায় তাতে মনে হয় মাস্তানি বিষয়ক ডিপার্টমেন্ট সমাগত।