আছি কোথায় যাচ্ছি কোথায়

শওকত আলি
Published : 26 Oct 2012, 02:55 PM
Updated : 26 Oct 2012, 02:55 PM

হলমার্ক যখন সোনালি ব্যংকের চার হাজার কোটি টাকা হজম করে ফেললো আমাদের অর্থমন্ত্রী ও সোনালীব্যংকের কর্মকর্তারা বললেন চার হাজার কোটি টাকা সোনালী ব্যংকের জন্য কোন ব্যপার না!!!!! আমরা আছি কোথায়?
যুবক,ডেসটিনি যখন জনগনের টাকা পুরো হজম করে ফেলার পর সরকারের টনক নড়লো,কিন্ত একটি টাকাও বদহজম করাতে পারলোনা!!!!!আমরা আছি কোথায়?
ব্যংকের মোট আমানতের চল্লিশ ভাগ শেয়ার বাজারের মত ঝুঁকিপূর্ণ জায়গায় বিনিয়োগ করার জন্য মন্ত্রী পরিষদের সুপারিশ!!!!! আমরা আছি কোথায়?
৭১ এ শান্তিকামিদের পক্ষে ছিলেন,"গন্ডগোল" কারিদের প্রশ্রয় দেননি এমন লোক আওয়ামি লীগের মন্ত্রীসভায়!!!!আমরা আছি কোথায়?
একজন আবুল হোসেন আর একজন মসিউর রহমান দেশের জন্য একটি পদ্মা সেতুর চেয়েও গুরুত্বপূর্ণ!!!!আমরা আছি কোথায়?
খাদ্যে ভেজাল,ঔষধে ভেজাল।নামকরা ৩১টি কোম্পানির ৪৩ খাদ্যপণ্যের অনুমোদন বাতিল করতে হলো ভেজালের কারনে!!!!!আমরা আছি কোথায়?
প্রযুক্তির অভিনব ব্যবহারের মাধ্যমে ভর্তি পরীক্ষায় উর্ত্তীর্নের জন্য জালিয়াতি!!!!!যাচ্ছি কোথায় আমরা?
স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের ধর্ষনের শিকার হচ্ছে ছাত্রীরা!!!!!যাচ্ছি কোথায় আমরা?
বিদেশ মন্ত্রী জনগনের টাকা শ্রাদ্ধ করে কাজে অকাজে পৃথীবি চক্কর দিয়ে বেড়াচ্ছেন!!!!!যাচ্ছি কোথায় আমরা?
দুর্নীতি দমন কমিশন নিজেই দুর্নীতিতে জড়িয়ে পড়ছে,এরা দুর্নীতি দমন না করে গোপন করছে!!!!!যাচ্ছি কোথায় আমরা?
সরকার একটি আত্মঘাতি আইন করতে যাচ্ছে ,সরকার চাইলে যে কোন ব্যক্তি মালিকানাধীন কোম্পানিতেও প্রশাসক নিয়োগ করতে পারবে!!!!!যাচ্ছি কোথায় আমরা?
বাড়ছে বিদ্যুৎ বিল,গ্যাস বিল, বাড়ী ভাড়া,পরিবহন ভাড়া,চুরি করে সরকারি কর্মচারিরা মূল্য দিতে হয় জনগনকে,নির্লিপ্ত সরকার!!!!যাচ্ছি কোথায় আমরা?
মানুষের ক্রয় ক্ষমতা কমছে, সমুদ্র সীমা বাড়ছে!!!!!যাচ্ছি কোথায় আমরা?
আমরা তলিয়ে যাচ্ছি সমুদ্রের অতলে।