শওকত আলি
Published : 23 Nov 2012, 05:30 PM
Updated : 23 Nov 2012, 05:30 PM

বিএনপির শীর্ষ নেতারা প্রমান করে দেখালেন ক্ষমতার শীর্ষে থেকে দল ও দেশের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা তাদের নেই। তারেক জিয়ার জন্ম দিনকে কেন্দ্র করে এই শীর্ষ নেতারা চাটুকারিতার যে নির্লজ্জ দৃষ্টান্ত স্হাপন করলো বিশ্ব রাজনৈতিক ইতিহাসে এটাই মনে হয় প্রথম নজির। বিএনপি কি রাজনৈতিক ভাবে এতই দেউলিয়া যে তারেক জিয়া এসে তাদেরকে সেই দেউলিয়াত্ব থেকে উদ্ধার করবে?মাননীয় রাজনৈতিক নেতারা আপনারা আর কত নির্লজ্জ হতে চান? এরশাদকে আপনারা "বিশ্ব বেহায়া"উপাধি দিয়েছিলেন কিন্ত আপনারাও তো একই পথের পথিক হয়ে গেলেন।ভাবতে অবাক লাগে এই দলের মহাসচিবের ভার বহন করছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মত একজন সাবেক বামপন্থি রাজনীতিবিদ। আছে মির্জা আব্বাসের মত পোড় খাওয়া সিনিয়র নেতা!এরা তারেক বন্দনায় রত!

এদেশ কি "উত্তরাধিকার গনতন্ত্রে"র নাগপাশ থেকে মুক্তি পাবে না? বঙ্গবন্ধু একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রবর্তন করতে চেয়ে ব্যর্থ হয়ে নির্মম ভাবে নিহত হয়েছিলেন অথচ বঙ্গবন্ধুর মৃত্যুর পর সেই যে "একজনীয়" শাসন ব্যবস্থা চালু হলো ১৯৯১ সালে তা গনতন্ত্রের মোড়কে "একজনীয় উত্তরাধিকার" শাসন ব্যবস্থায় পরিণত হলো।অদক্ষ শাসক ও শাসন ব্যবস্থার কারনে তৈরী হলো সুবিধাভোগি চাটুকারের দল। দুখঃজনক এই যে একসময়ের আদর্শবাদী অভিজ্ঞ ও মেধাবী রাজনীতিবিদরা এই চাটুকারদের দলে মিশে গেল।
কতই না বিচিত্র এ দেশের রাজনীতি আর রাজনীতিবিদ।ছিঃ