নববর্ষ-১৪১৮

শুভ সালাতিন
Published : 29 June 2017, 04:07 PM
Updated : 16 April 2011, 07:30 AM

দারুন একটা দিন কাটলো। ১৩ এপ্রিল থেকেই মনটা উড়ু উড়ু। বসন্তের শেষ বিকেলের বাতাস জানিয়ে গেল তার বিদায়ী সূর। তপ্ত কোকিল আকাশের দিকে তাকিয়ে ঝড়ের জন্য ব্যকুল হয়ে বসে ছিল। কচি আমের গন্ধ মনকে নাচিয়ে গেল বার বার। প্রকৃতির ভিতর কেমন যেন একধরনের অস্হিরতা,নতুন কে পাবার জন্য ? নগরীর পথে প্রান্তরে বয়ে গেল রং-এর বন্যা। প্রাণের টানে ভোর সকালে চলে গেলাম রমনা বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানে।গানের সূর-লহরী ছড়িয়ে পড়ছিল দিকে দিকে। লাল পান্জাবী আর লাল-পেড়ে সাদা শাড়ি মনের ভিতর রং ছড়িয়ে দিল। পান্তা ভাতে ডুবন্ত ইলিশ আর সুন্দরী তরূণীদের লাস্যময়ী হাসি মিশে একাকার হয়ে গিয়েছিল।নারীদের এত খুশীর দিন যেন আসেনি আগে ! ক্যামেরা বন্দী করলাম কিছু সুন্দর..

আরো ছবি