সংক্ষিপ্ত ইতিহাস:ঢাকার খ্রিষ্টানদের সমাধি করার জন্য নিিদষ্ট গোরস্তান এই নারিন্দার খ্রিষ্টান কবর স্হান । জানা যায়,সতের শতকেই এই জায়গাটি খ্রিষ্টান কবরস্হান হিসাবে গড়ে উঠে । বিশপ হেবার ১৮২৪ সালে ঢাকায় এেস গোরস্তানটির পবিত্রকরণ অনুষ্ঠান সমাপন করেছিলেন (২২ জুলাই ১৮২৪) ।
শুভ সালাতিন বলেছেনঃ
সংক্ষিপ্ত ইতিহাস:ঢাকার খ্রিষ্টানদের সমাধি করার জন্য নিিদষ্ট গোরস্তান এই নারিন্দার খ্রিষ্টান কবর স্হান । জানা যায়,সতের শতকেই এই জায়গাটি খ্রিষ্টান কবরস্হান হিসাবে গড়ে উঠে । বিশপ হেবার ১৮২৪ সালে ঢাকায় এেস গোরস্তানটির পবিত্রকরণ অনুষ্ঠান সমাপন করেছিলেন (২২ জুলাই ১৮২৪) ।
আইরিন সুলতানা বলেছেনঃ
ছবির কম্পোজিশনে একটা শান্তি শান্তি ভাব রয়েছে। মন্তব্যে দেয়া তথ্য থেকে এর ইতিহাসটাও জানতে পারলাম।
সমাধি নিয়ে আমার একটা ফটো আছে। ফ্লিকার লিংক …
শুভ সালাতিন বলেছেনঃ
আপনার ছবিটি দেখেছি,সুন্দর হয়েছে । পুরানো ঢাকার উপর আরো ছবি দেখতে পারবেন অচিরেই ।