সাংবাদিক সাবধান!!

শুভাশীষ চৌধুরী
Published : 24 June 2012, 05:29 PM
Updated : 24 June 2012, 05:29 PM

"হে সাংবাদিকগন, আপনারা জাতির বিবেক। অন্ধকারে আমাদের পথ প্রদর্শক। আপনারা যদি নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি হয়ে পরস্পরের সাথে বিবাদে জড়িয়ে পরেন তাহলে আমরা কোথায় যাবো?" ঘটনা সম্পর্কে দুটি নিউজে দুই ধরনের বক্তব্য দেখে ঘটনার আলামত পাওয়া যায়। সাগর-রুনির সহকর্মীদের কষ্টটা অন্য দশজনের চেয়ে বেশী। তারা তো এই কর্মসূচীতে একাত্মতা ঘোষণা করেছিলেন। যেখানে এটিএন বাংলার সাংবাদিকরা আন্দোলনে জড়িত সেখানে তাদেরকে নিয়ে তাদের অফিস ঘেরাও করার পরিকল্পনাটা কিভাবে মাথায় আসে? এক্ষেত্রে আমি বলবো নেতৃত্বে সমস্যা আছে। ঘেরাও হলে সবার আগে সরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও হওয়ার কথা । অযথা জল ঘোলা করার দরকারটা কার পড়ল? আর এই ঘেরাও পরিকল্পনার পরেই যদি ঘটনাটি ঘটে থাকে তো ঐক্য নষ্ট করার দায়দায়িত্ব কার?