দেশি অর্থায়নে পদ্মা সেতু

শুভাশীষ চৌধুরী
Published : 6 July 2012, 10:20 AM
Updated : 6 July 2012, 10:20 AM

পদ্মা সেতু তৈরীর যে কাঁচামাল প্রয়োজন তার ৯০ ভাগ আমদানী করতে হবে। এই ৯০ ভাগ কাঁচামাল আমদানী করতে যে পরিমান টাকা দেশের বাইরে চলে যাবে তা দেশীয় অর্থনীতির জন্য হুমকি স্বরূপ। আমাদের বিজ্ঞজনেরা এবং বিশেষ করে মন্ত্রীরা আবেগের চোটে পদ্মা সেতু নির্মাণে নিজস্ব অর্থায়নের উপর গুরুত্ব দিচ্ছেন। কিন্তু দেশের সচেতন অর্থনীতিবিদেরা নিশ্চয় এর বিপক্ষে কথা বলবেন। তারপরও বিচার বিশ্লেষণের মাধ্যমে সরকার এ বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেবে বলে আমার বিশ্বাস। সারাবছর যদি বাংলাদেশকে ব্যাংক নামধারী একটা রাষ্ট্রের কাছে জিম্মি থাকতে হয়, তাহলে সেটা জাতীয় নিরাপত্তা ও স্বাধীনতার উপর নগ্ন হস্তক্ষেপ। আলামত সুবিধার নয়। বিশ্বব্যাংক এবং এডিবির ঋণ বন্ধ, এইচআরডব্লিউর প্রতিবেদন দিয়েছে র‌্যাব এর বিরুদ্ধে, এরপর বিদেশী অন্যান্য প্রতিষ্ঠান থেকেও বিভিন্ন সংবাদ হবে, চাপ বাড়বে, এক সময় আমেরিকা হয়তো ঘোষনা দেবে বাংলাদেশের উপর অর্থনৈতিক অবরোধ এর কথা, আরো কত কি, আমরা দেখেছি ইরাক, আফগানিস্থান এবং আরো অনেক দেশকে। যারা আমেরিকার মরন ছোবল থেকে রক্ষা পায়নি। কাজেই আমাদের আরও সাবধান হতে হবে।