শর্ত প্রযোজ্য

শুভাশীষ চৌধুরী
Published : 24 July 2012, 04:37 PM
Updated : 24 July 2012, 04:37 PM

১৯৭৪ সনে বাংলাদেশগামী খাদ্য বোঝাই জাহাজ মহাসাগরে হারিয়ে কেন হারিয়ে গিয়েছিল? যারা সেই জাহাজডুবীর সাথে জড়িত ছিল তাদেরই কোন ভুত যদি পদ্মা সেতু প্রকল্প বাতিলের সাথে জড়িত থেকে থাকে তবে সব শর্ত পূরন হলেও ঋন পাওয়াটা বেশ কষ্টসাধ্যই হবে। পদ্মা সেতু করার জন্য সরকার সম্ভব সব কিছুই করেছে, আশা করছি যে এই সরকার এই সেতুর কাজ শুরু করতে সমর্থ্ হবে। এই সরকারের মধ্যে চেষ্টার ত্রুটি দেখছি না। তবুও বিশ্বব্যাংকের নিকট এই নির্লজ্জ আত্মসমর্পণে একটি স্বাধীন দেশের নাগরিক হিসেবে অত্যন্ত অপমানিত বোধ করছি।

বিশ্বব্যাংক যে শর্ত প্রযোজ্য স্ট্র্যাটেজি নিয়েছে তাতে শুধু একজন আবুলকে সরিয়ে সমস্যার সমাধান করা যাবে? যদি ঋন দেয়ও, আমি চাই আমাদের সেতু নির্মানের কাজ আমাদের অর্থায়নেই আরম্ভ হওয়া উচিৎ। ঋন পেলে পরে সমন্বয় করা হোক। আমাদের দেশের সকল অর্থনীতিবিদরা এই কথাই বলছে। একমাত্র এই সরকারই এই সক্ষমতা অর্জন করেছে কিন্তু আবুলকে সরিয়ে আবুল মালরা কি করতে চাইছে তা বোধগম্য নয়। এতে বিশ্বের কাছে আমাদের ভাবমূর্তির ক্ষুন্ন হল, আওয়ামী লীগ নতুন প্রজন্মের কাছে একটা খারাপ ধারনা জন্ম দিল।