ঢাকা শহরে ধূলিময় সকাল

শুভাশীষ চৌধুরী
Published : 9 May 2012, 11:34 AM
Updated : 9 May 2012, 11:34 AM

ঢাকা শহরে আমরা যারা সকালে অফিস যাওয়ার জন্য বের হই, তাদের দুঃখজনকভাবে ধুলোর কবলে পড়তে হয়। কারন সিটি করপোরেশনের হলুদ কুর্তা পরিহিতা পরিচ্ছন্ন কর্মীগণ সকাল হতে ধুলো উড়িয়ে পরিষ্কার শুরু করে। অন্যকোনো দেশে এমনটি দেখা যায় না। এমনিতেই এই ধূলিময় শহর পরিবেশ দুষনের দায়ে অভিযুক্ত, তার উপর এই বিভক্ত সিটি করপোরেশনের এমন লোক দেখানো কর্ম তৎপরতা, ধুলোর মতোই চোখে পড়ে। বিজ্ঞ ব্যক্তিরা, যারা টেলিভিশনে টক শো তে যারা উপস্থাপনা করেন বা ভ্রু কুঞ্চিত করে যারা জটিল জটিল সব সমস্যার সমাধান দেন, তারা বোধ করি কখনো এসি গাড়ি ছাড়া চলাফেরার সু্যোগ পান না। তাই তাদের এই বিষয়ে দোষারোপ করে লাভ নেই, এই সমস্যা তুলে না ধরার জন্য। আমি নিজে কয়েকবার এর প্রতিবাদ করতে গিয়ে কর্মীদেরকে পথচারীদের দুরাবস্থার কথা বোঝাতে চেয়েছি। উল্টো চেঁচিয়ে তারা হুলুস্থুল করে। বলে অভিযোগ করতে। মনে হয়, তারা সকালেই কাজ করতে আগ্রহী। অথচ এই ধরনের পরিচ্ছন্নতার কাজের জন্য সময় বেঁধে দেওয়া আছে মাঝ রাত্রিবেলা থেকে ভোর বেলা পর্যন্ত। কে শোনে কার কথা, যেখানে নেতারা কানে তুলো গুঁজে রাখেন সেখানে ওদের নির্দেশ না দিলে ওদের কাছে সেটা আশা করা বৃথা।