গরীবদের উচ্চশিক্ষার দরকার নাই: রাবি ভিসি

সিয়াম সারোয়ার জামিল
Published : 15 Sept 2011, 07:22 PM
Updated : 15 Sept 2011, 07:22 PM

বর্ধিত ফি প্রতিরোধে শিক্ষার্থীবৃন্দ'র এক প্রশ্নের জবাবে রা.বি. ভিসি বলেন,''দেশে এখন পূর্ণ গণতন্ত্র, তাই তোমরা যা খুশি তাই করছ, আনু মোহাম্মদ তেল-গ্যাস এর নামে দেশে অরাজকতা সৃষ্টি করছে,আনু মোহাম্মদ আর আমিনীর মধ্যে কোন পাথক্য নেই '' শিক্ষার্থীদের এক প্রশ্ন ছিল, ''এভাবে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ফি বাড়লে গরীব শিক্ষার্থীরা কীভাবে উচ্চশিক্ষা গ্রহণ করবে?'' তার জবাবে রা.বি. ভিসি বলেন, ''গরীবদের উচ্চশিক্ষার দরকার নাই।''