বিবেকবান গাঁধা!!!!!!!

নিস্তব্ধ আকাশের স্বপ্ন
Published : 23 April 2012, 06:47 PM
Updated : 23 April 2012, 06:47 PM

আমাদের দেশের বাপ মা যদি আমাদের দেশের সরকার হয় তাহলে বিরোধী দল কে অবশ্যই আমাদের শশুর-শাশুড়ি বলা উচিত। প্রতিটি বাবা মা চায় যেন তার সন্তান সব সময় ভাল থাকে,সুস্থ ও সুন্দর থাকে। তেমন ই করে শশুর-শাশুড়ি তারা ও তো তাদের সন্তান এর কখন ই একটি অন্ধকার ভবিষ্যতের কথা চিন্তা করতে পারে না। তাদের উভয় এর এই সন্দেহাতীত মঙ্গল কামনা যে অধিকাংশ সময় আমাদের জন্য কাল হয়ে দাঁড়ায় তা তাদের চিন্তার ও অতীত একটি বিষয়। তাদের এই নোংরা রাজনীতি যে আমদের এক অযাচিত ভয়াবহ ভবিষ্যত কে সঙ্গীত করছে তা এই পৃথিবীতে থেকে স্বর্গের চিন্তা করার মত একটি বিষয় ছাড়া আর কিছুই নয় তাদের জন্য। এই দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান আজ তাদের নোংরা রাজনীতির সবচেয়ে বড় উপজীব্য বিষয়। বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট সব বড় বড় প্রকৌশলী তৈরির কারখানা গুলো আজ মুখ থুবড়ে পড়তে শুরু করেছে ছাত্ররাজনীতি নামক অতীব সুন্দর এক নগ্ন খেলার ফলে। আমাদের এই দেশে ছাত্ররাজনীতি গরীবের ঘোড়া রোগ এর চেয়ে খুব বেশি ভাল কিছু হতে পারে না।

এমন একটা সময় ছিল যখন ছাত্ররাজনীতি না করলে তাকে সমাজের একজন বিবেকবান গাঁধা ছাড়া আর কিছুই ভাবা হত না, কিন্তু সময়ের আবর্তনে আজ যে এই ছাত্ররাজনীতি সমাজের জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়াবে তা বোধহয় এই ছাত্ররাজনীতির জনকরাও কখন ওই কল্পনা করতে পেরেছিলেন কি না তা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। আজ নিজেকে দেশের সবচেয়ে বড় প্রকৌশলী তৈরির কারখানার একজন ছাত্র বলে পরিচয় দিতে কিছুটা হলে ও সংকোচ বোধ হয়, আমদের বাবা মা তাদের সন্তানকে যেই আশা নিয়ে এখানে পাঠিয়েছিলেন আজ তাদের সেই স্বপ্নের সেতু যে পুলসিরাত সেতু থেকে ও কঠিন হয়ে গেছে তা তারা কল্পনা ও করতে পারছেন না। এভাবে চলতে থাকলে এমন একটা সময় আসবে যখন বাবা মা তাদের সন্তানদের হাতে মানুষ হওয়ার জন্য কলম না তুলে দিয়ে ছাত্র রাজনীতিবিদ হওয়ার জন্য অস্ত্র তুলে দিবে। একটি দেশকে যাদের সামনে থেকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নেওয়ার কথা তারাই আজ একটি সুবিধাবাদী মহলের দালাল রূপে অবতীর্ণ হয়েছে। যারা এই দেশের সন্তান গুলোকে সূর্য সন্তানে রূপান্তর করবে তাদের কে বলা হচ্ছে দেশদ্রোহী। ছাত্র শিক্ষক সম্পর্কটা যে মধুর শাসন ও ভালবাসায় মিশে ছিল তা আজ পরিবর্তনের ছোঁয়ায় ভর করে ভয় এবং হুমকিতে রূপান্তরিত হয়েছে। হায়রে দেশ তুমি কি এই দৃশ্য দেখার জন্য স্বাধীন হয়েছিলে? এভাবে চলতে থাকলে আগামী প্রজন্ম হয়তোবা নতুন সুরে গান গেয়ে বলবে,

"ফিরিয়ে দাও আমার সেই পরাধীনতা
আমি সেই পরাধীনতার শিকলে বন্দি থাকতে চাই "