উল্লাস প্রকাশের আগে একটু ভাবুন…

শেখ মিজানুর রহমান
Published : 7 March 2018, 03:21 AM
Updated : 7 March 2018, 03:21 AM

একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাস্তিক নাকি আস্তিক বস্তুবাদী নাকি ভাববাদী মরমী নাকি পূজারী সেটা তার ব্যক্তিগত বিষয়। এই বিশ্বাসের জন্য সে স্বর্গ পাবে নাকি নরক পাবে সেটা বিচারের দায়ভার স্রষ্টার। এই বিচারের ভার আমাকে আপনাকে বা অন্যকে কে দিয়েছে? যারা জাফর ইকবাল স্যারের উপর হামলার কারণে বিভিন্নভাবে উল্লাস প্রকাশ করছেন তাদেরকে ব্যক্তিগতভাবে ধিক্কার জানাই। আর যাই হোক তিনি একজন শিক্ষক।

আপনাদের কি মনে পড়ে ছোট বেলায় আপনি যে প্রাইমারি স্কুলে বা হাইস্কুলে পড়েছেন, সেখানে কতজন হিন্দু শিক্ষাগুরুর কাছ থেকে আপনি দীক্ষা নিয়েছিলেন? আপনারা কি জানেন না, প্রিয় নবী হযরত মুহম্মদ (সঃ) ইহুদীর বাড়ি দাওয়াত খেয়েছিলন? আপনি যে মোবাইল ফোন ব্যাবহার করে স্টাটাস দিচ্ছেন, সেই প্রযুক্তি একজন খ্রিস্টানের তৈরি করা?

আমি আগেই বলেছি, বাংলাদেশে সাম্প্রদায়িকতা এবং অসাম্প্রদায়িকতা নিয়ে যারা ব্যবসা করেন, তারা দু'পক্ষই এদেশের জন্য সমান ক্ষতিকর। এরকমভাবে চলতে থাকলে আমাদের দেশ সিরিয়া, ইরাক কিংবা আফগানিস্তান হতে বেশি সময় নেবে না। এজন্য আমরা নিজেরাই দায়ি থাকব।

আমরা কি ভুলে গেছি কবিতার সেই লাইন?

কোথায় স্বর্গ,কোথায় নরক

কে বলে তা বহুদূর?
মানুষের মাঝে স্বর্গ-নরক
মানুষেতে সুরাসুর।