পাতানো খেলা

শাহ আবদালী
Published : 5 Sept 2012, 06:38 AM
Updated : 5 Sept 2012, 06:38 AM

গতকাল (০৪/০৯/২০১২ ) সংসদ অধিবেশন শুরু হয়েছে উত্তপ্ত ভাবে। উত্তাপের কারণ হচ্ছে 'আদালতের এক্তিয়ার' বনাম 'সংসদের সার্বভৌমত্ব' । এই বিবাদে দর্শক-শ্রোতা হিসাবে আনন্দ পাওয়া ছাড়া আমজনতার কি কোন ফায়দা হচ্ছে ? এদেশের আমজনতা আজ বহুমুখী সমস্যায় আক্রান্ত। উদাহরণস্বরূপ বলা যায়:

* নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে । লাভবান কারা ?
: গুটিকয়েক ব্যবসায়ী আর মন্ত্রী এম. পি. রা।
* দেশে গুম-হত্যা বাড়ছে । ফলে বাড়ছে মামলামোকদ্দমা। লাভবান কারা ?
: পুলিশরা আর বিচারকরা।
* দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো একে একে বন্ধ হয়ে যাচ্ছে । এতে লাভবান হচ্ছে ভারত ।
* দেশের শিল্প-কারখানা ধ্বংস হচ্ছে । লাভ কার ?
: ভারতের আর চীনের ।
* রাজনৈতিক অস্থিতিশীলতা দিন দিন বাড়ছে । লাভবান কে ?
: ভারত আর আমেরিকা । কারণ তাদের মাতবরি দিন দিন বাড়ছে ।
* পার্বত্য চট্টগ্রামে হানাহানি বাড়ছে । লাভবান কে?
: জাতিসংঘ আর আমেরিকা । কারণ কোন ছুতোয় পূর্ব-তিমুরের মত একটা আলাদা দেশ বানানো যাবে ।

এমন আর অনেক কিছুই আছে যেগুলো গোটা দেশের ও দেশবাসীর সমস্যা । তাইতো বলি আমরা পাতানো খেলা দেখছি যাতে ঐ সকল কিছু থেকে মুখ ফিরিয়ে থাকি ।