যাহা বুঝতে পারছি না

শাহ আবদালী
Published : 11 Sept 2012, 01:46 PM
Updated : 11 Sept 2012, 01:46 PM

শেষমেশ মেডিকেলে ভর্তির ব্যাপারেও আদালতের দ্বারস্থ হতে হয়েছে। কোন মন্তব্য নেই। মন্তব্য করলে সেটা আদালত অবমাননা হবে। তবে এ থেকে যেটা বুঝলাম তা হল ভর্তি পরীক্ষার ব্যাপারেও প্রতিষ্ঠানের নিজস্ব স্বাধীনতা নেই। যেটা বুজতে পারছি না তা হল কি কি পড়ান হবে সে বিষয়ে প্রতিষ্ঠানের স্বাধীনতা ভবিষ্যতে কতটুকু থাকবে!

ধরা যাক, কোন প্রতিষ্ঠানের পাঠ্যসূচিতে পরিবর্তন আনা হল এবং কোন সহজ বিষয়ের পরিবর্তে খুব কঠিন একটি বিষয় অন্তর্ভুক্ত করা হল । সব সম্ভবের এই দেশে তখন হয়ত দেখা যাবে যে পাঠ্যসূচি পরিবর্তনের বিরুদ্ধে কেউ আদালতে মামলা ঠুকে দেবে। অতঃপর আদালত কি বলবে সেটা পরের কথা। কিন্তু যে কোন বিষয় নিয়ে এভাবে আদালতে যাওয়া উচিত কি না সেটা আদালতই ভাল বলতে পারে।