তেড়েমেড়ে ডাণ্ডা, করে দেব ঠাণ্ডা

শাহ আবদালী
Published : 23 Jan 2013, 09:39 AM
Updated : 23 Jan 2013, 09:39 AM

এডিসি হারুন পদক পেয়েছেন। ভাল কথা , চাকুরী জীবনে কৃতিত্বের জন্য কে না পেতে চায় ? তবে সে কৃতিত্ব টা কি ? যেহেতু সবাই এডিসি হারুনের কৃতিত্বের কথা জানে তাই উল্লেখ করার দরকার মনে করলাম না। তবে আমি এই বিষয়ে একটু আলোকপাত করতে চাই যে, ম খা-র কথায় এদেশের বোকারাম আম জনতা কি বুঝল।

সোজা কথায় ম খা জনগণকে একটি 'মেসেজ" দিলেন, প্রিয় দেশবাসী আন্দোলন ইত্যাদির নামে বেশী ফালাফালি করবে না । যদি কর তবে আগেই বুঝে নাও কি হতে পারে পরিণতি । তোমাদের একজন বড়সড় নেতাকে পিটিয়ে সাইঝ করা হয়েছে। আর এই কম্মটির জন্য তাকে পুরস্কৃতও করা হল। সুতরাং হে জনতা তোমাদেরকেও প্রয়োজনে পিটিয়ে হাড়গোড় গুড়ো করে দেব। প্রিয় পুলিশ ভাইরা, কাউকে পেটানোর বেলায় অনুকম্পা প্রদর্শনের দরকার নেই। যতই পেটাবে, ততই মেলবে পদক-পদোন্নতি- পুরষ্কার ।

এখন পুলিশ ভাইরা ম খা –র কথায় কদ্দুর অনুপ্রাণিত হবেন, সেটা অবশ্য অন্য কথা। খুব যে আশাহত করবেন না, সেটা অনুমান করা যায়। কারণ পেটানোর মত মজার কাম কমই আছে। সেটা চোর পেটানো হোক কি চাকর –বাকর পেটানো হোক, কিংবা বউ পেটানো হোক আর জনগণ পেটানোই হোক।