শুভ বাংলা নববর্ষ, যারা পালন করতে চান না তাদের জন্যও!

এস, মিঠুন রায়
Published : 14 April 2012, 11:25 AM
Updated : 14 April 2012, 11:25 AM

পহেলা বৈশাখ । শুভ নববর্ষ সবাইকে । ইদানিং কিছু ব্লগে মুসলিমদের এটা পালন করা উচিত না এরকম মতামত দেখছি । এটা কি ধরনের একটা রাবিশ ধারনা ! আমি যেহেতু মুসলিম না তাই ধর্মে কি বলেছে তা বলতে পারব না । ছাত্রজীবনে পূজাতে যেমন আনন্দ করেছি , ঈদে তার চেয়ে কম আনন্দ করিনি । আর নববর্ষ তো পালন করতাম পিওর পান্তা , আলুভর্তা , পিঁয়াজ, সরিষা এর তেল আর শুটকি মাছ দিয়ে । আমাদের শিখানো হয়েছিল একটা দর্শন "পুরানকে দিয়ে নতুন কে শুরু করা " অর্থাৎ আমরা যেন অতীতকে ভুলে না যাই । তাই অতীতের ভুল গুলো বাদ দিয়ে নতুন বছর সবার খুব ভালো কাটুক এই কামনা রইল সবার প্রতি !!!