নারী স্বাধীনতা বা সমঅধিকার: হুদাই লেখা

এস, মিঠুন রায়
Published : 22 April 2012, 04:12 AM
Updated : 22 April 2012, 04:12 AM

(এটা ধর্ম, রাজনীতি সম্পর্কিত কোন লেখা নয় , হুদাই চিন্তা )
অনেক সময় নারী সমঅধিকার বা স্বাধীনতার কথা শুনতে পাই । আমাদের দেশে বিভিন্ন নিয়োগ পরীক্ষায় মেয়েদের জন্য আসন সংরক্ষণ করা হয় । মেয়েদের পড়াশুনা চালানোর জন্য সরকার কিছু বিশেষ সুযোগ সুবিধা দেয় । এমনকি পাবলিক বাসে মহিলাদের জন্য কয়েকটা সিট আলাদা করা থাকে ।

কিন্তু আমার মনে আজকে আজব একটা প্রশ্ন জাগল । আমাদের দেশের বেশির ভাগ মানুষ ধর্মে মুসলিম , তাই মুসলিম নারীরা সেই অনুযায়ী সম্পত্তির ভাগ পায় । হিন্দু নারীরা আবার সম্পত্তির কোন ভাগই পায় না । বৌদ্ধ বা খ্রিস্টান নারীরা কিভাবে সম্পত্তির ভাগ পায় জানি না । বাংলাদেশ যেহেতু কোন ধর্ম ভিত্তিক দেশ না , আমি বলতে চাচ্ছি অন্য কোন ক্ষেত্রেই ধর্মীয় বিধান আমরা মানি না , তাহলে শুধুমাত্র সম্পত্তির বেলায় কেন? এটা কি আমাদের একটা অন্যায় নয়?