আমেরিকান অথবা ইহুদী কিংবা খ্রিষ্টান

মাধবীলতা
Published : 27 May 2011, 04:28 PM
Updated : 27 May 2011, 04:28 PM

ভারতের সাথে তিক্ততা আর চীনের সাথে বন্ধুত্ব পাকিস্থানের বর্তমান পররাষ্ট্রনীতি । ভারত ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের সাথে উষ্ণ সম্পর্ক গড়ে অর্থনৈতিকভাবে শক্তিশালী হওয়ার কৌশল গ্রহন করেছে। চীন পাকিস্থানকে অস্ত্র সরবরাহ করে ভারতকে চাপে রাখতে চায়। রাশিয়া দেখে শুনে সাবধানে পথ চলছে খাদ্য ঘাটতির ঝুকি নিয়ে।

এমতাবস্থায় লাদেন হত্যাকান্ডকে কেউ যদি চন্দ্র বিজয়ের মত কথিত সাজানো নাটকের সাথে তুলনা করে তাহলে পরিণতি শুভ হবে না। সৃষ্ট লাদেনের স্বশরীরি উপস্থিতি ঘোষনা যতটা ভয়ানক ছিল তার মৃত্যু ঘোষনা তার চেয়েও ভয়াবহ হতে পারে।

সর্বশেষ বিন লাদেনের অডিও ভাষনে মুসলিম রাষ্ট্রমুহের স্বৈরাচারী সরকার প্রধানদের বিরদ্ধে বিষোদ্গার তেমনি ইঙ্গিত বহন করে। অনেকেরই প্রশ্ন হতে পারে, তাহলে ৯/১১ কি করে যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা করতে পারে?

যুক্তরাষ্ট্রের মতামতকে চ্যালেজ্ঞ করা ঐ ঘটনা যুক্তরাষ্ট্রের অসীম মত প্রকাশের মাধ্যম কিনা সেটি এখন ভেবে দেখা দরকার। ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে কেবল আমেরিকান অথবা ইহুদী কিংবা খ্রিষ্টান মারা যায় নাই!