হলুদ সাংবাদিকতা এখন গনআদালতে…

শেখ মেহেদী মির্জা
Published : 20 August 2012, 04:54 PM
Updated : 20 August 2012, 04:54 PM

যখন মানুষ কোন বিষয়ে সুবিচার পাইবে না বলে কায়মনে বিশ্বাস করে তখন সে আইন নিজের হাতে তুলে নেয় । বাংলাদেশের যেসব মিডিয়া অসৎ উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠিত এবং বিভিন্ন ব্যাক্তি কিংবা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অসৎ প্রতিযোগিতার জন্য অপ-প্রচারে লিপ্ত হয় তাহাদের কোন শাস্তির ব্যবস্থাও এই দেশে বহাল নাই । মানহানির মামলায় সাংবাদিকদের বিরুদ্বে গ্রেফতারী পরোয়ানা জারির আইনও বিলুপ্ত করা হয়েছে । সাংবাদিকদের চাপের মুখে …

কোন সরকারই গনমাধ্যম নীতিমালা করতে পারছেনা, ফলে সাংবাদিকদের দুর্বৃত্তায়ন এখন ধরাছোঁয়ার বাইরে । তাই, এখন আক্রান্তরা নিজের হাতে আইন তুলে নিয়েছে। এখন সব শ্রেণী-পেশার মানুষই যে কোন কারণে সাংবাদিকদেরকে চোরের মত পেটাচ্ছে । ব্যাপারটা খারাপ কিছু না, কলম সন্ত্রাসীকে পিটাচ্ছে পুলিশ সন্ত্রাসী, চিকিৎসক সন্ত্রাসী সহ রাজনৈতিক দলের সন্ত্রাসীরা এবং ভবিষ্যতে হকার, তরকারিওয়ালা, ড্রাইভার, হেল্পার সহ অনেকেই ।

সুতরাং, এখনই সময় এসেছে নিজেকে শুধরে নেবার, আত্মোপলব্ধি বিকশিত করবার ।