রাষ্ট্র যখন নিপীড়ক…

শেখ মেহেদী মির্জা
Published : 22 August 2012, 05:09 AM
Updated : 22 August 2012, 05:09 AM

আদালত কর্তৃক অপরাধ প্রমাণ হওয়ার আগেই কোন ব্যাক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তি কার্যকর করার যে অভ্যাস রাষ্ট্র ও রাষ্ট্রযন্ত্রগুলো আয়ত্ত করেছে, তা শুধু অগ্রহণযোগ্যই নয় তীব্রভাবে নিন্দনীয় ।

আদালতের নির্দেশ ছাড়া একটা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব ৫ মাস ধরে জব্দ থাকার বিষয়টি খেয়াল করলেই বুঝা যায়, রাষ্ট্র কতটা অসার, ছ্যাঁচড়া এবং কত দ্রুত গতিতে মধ্যযুগীয় বর্বরতায় দিকে নেমে যাচ্ছে ।

রাষ্ট্র কর্তৃক এই ধরনের ন্যাক্কারজনক আচরণ নব্য ব্যবসায়ী উদ্যোক্তাদের শুধু নিরাশই করেনা রীতিমত আতঙ্কিত করে তোলে ।