লিমনের জয় হোক, মানবতার জয় হোক

শেখ মেহেদী মির্জা
Published : 24 August 2012, 12:56 PM
Updated : 24 August 2012, 12:56 PM

সাধারণ মানুষ জিডিপির সিঙ্গেল কিংবা ডাবল ডিজিট বুঝে না, মুদ্রাস্ফীতি, মাথাপিছু আয় আর দারিদ্র সীমা দেখে জাতীয় নির্বাচনে ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করে না ।

তারা স্বপ্ন দেখে না বনানীর দশ কোঠা বিশিষ্ট বাসভবনের, কোন মৌলিক অধিকার পূরণে রাষ্ট্রের ক্রমাগত ব্যর্থতা কে তারা দোষারোপ করে না । প্রাকৃতিক দূর্যোগ, বেকারত্ব, শিক্ষা সহ চিকিত্‍সা সুবিধার দুষ্প্রাপ্যতা কোন কিছুর জন্যই জনগন রাষ্ট্র পরিচালনাকারীদেরকে কখনোই দায়ী করেনা ।

তারা শুধু রাষ্ট্রের কাছে এইটুকু প্রত্যাশা করে, রাষ্ট্র যেন তাদের স্ব-অর্জিত খাদ্য, বস্ত্র, বাসস্থান সহ নিরাপত্তাকে কেড়ে না নেয় ।

রাষ্ট্র যখন মানুষের স্ব-অর্জিত এই অধিকারগুলো কেঁড়ে নিয়ে তাদের জীবনকে অসহ্য করে তোলে, তখনই জনগন জনপ্রতিনিধি পরিবর্তন করে, আস্তাকুঁড়ে নিক্ষেপ করে অত্যাচারী রাষ্ট্র পরিচালনাকারীদের ।

ঝালকাঠির লিমনের সাথে রাষ্ট্র এখন ঘৃণ্যতম নিকৃষ্ট আচরণ করে যাচ্ছে । রাষ্ট্র পরিচালনাকারীরা বুঝতেই পারছেনা এই ঘটনা তাদেরকে কতটা অজনপ্রিয় আর জনবিচ্ছিন্ন করে ফেলছে ।

লিমনের জয় হোক, মানবতার জয় হোক ।