মানব সভ্যতা বিকাশের জন্য প্রথা অনাবশ্যক নয়, তা ভেঙে ফেলাই আবশ্যক

শেখ মেহেদী মির্জা
Published : 14 Sept 2012, 02:46 PM
Updated : 14 Sept 2012, 02:46 PM

পরিবার থেকে রাষ্ট্র ব্যবস্থা পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে আছে শত শত প্রথা । এই প্রথাগুলো সেই মানব সৃষ্টির পর থেকেই ক্ষয় করে দিয়েছে মানবিক সব মূল্যবোধগুলোকে ।

সেই প্রাচীন ধর্মে ছিল, সূর্য পৃথিবীর চারদিকে ঘুড়ে । যারাই এর বিরুদ্ধে বলেছে, তাদের প্রত্যেককেই তত্‍কালীন প্রথা ভাঙার অপরাধে হত্যা করা হয়েছিল ।

কালে কালে কিছু সুবিধাভোগী লোক এই সব প্রথাগুলোকে টিকিয়ে রেখেছে নিজস্ব স্বার্থ উদ্ধারের নিমিত্তে আর রাষ্ট্রকে ব্যবহার করেছে সেই সব প্রথা গুলোর ধারক ও বাহক হিসেবে ।

এখন একটাই কাজ বাকি, ভয়াবহ আক্রমন করতে হবে পুরো সমাজকে । ভেঙে ফেলতে হবে সব প্রথা । সুবিধাভোগীরা অশ্লীল আর্ত চিত্‍কারে অসহ্য করে তুলবে সমস্ত আকাশ-বাতাস ।

কোন আপোষ নেই, কোন ক্ষমা নেই । মানব সভ্যতা বিকাশের জন্য প্রথা অনাবশ্যক নয়, তা ভেঙে ফেলাই আবশ্যক ।