জামায়াত-শিবিরের অপ-প্রচার ও মিথ্যাচার এবং আল কোরানের ভবিষ্যৎ বাণী

শেখ মেহেদী মির্জা
Published : 23 Jan 2015, 06:26 AM
Updated : 23 Jan 2015, 06:26 AM

তারা আল্লাহ এবং ঈমানদারগণকে ধোঁকা দেয়। অথচ এতে তারা নিজেদেরকে ছাড়া অন্য কাউকে ধোঁকা দেয় না অথচ তারা তা অনুভব করতে পারে না।(সূরা আল বাক্বারাহ-৯)

তাদের অন্তঃকরণ ব্যধিগ্রস্ত আর আল্লাহ তাদের ব্যধি আরো বাড়িয়ে দিয়েছেন। বস্তুতঃ তাদের জন্য নির্ধারিত রয়েছে ভয়াবহ আযাব, তাদের মিথ্যাচারের দরুন।(সূরা আল বাক্বারাহ-১০)

আর যখন তাদেরকে বলা হয় যে, দুনিয়ার বুকে দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি করো না, তখন তারা বলে, আমরা তো মীমাংসার পথ অবলম্বন করেছি।(সূরা আল বাক্বারাহ-১১)

মনে রেখো, তারাই হাঙ্গামা সৃষ্টিকারী, কিন্তু তারা তা উপলব্ধি করে না।(সূরা আল বাক্বারাহ-১২)

তারা সে সমস্ত লোক, যারা হেদায়েতের বিনিময়ে গোমরাহী খরিদ করে। বস্তুতঃ তারা তাদের এ ব্যবসায় লাভবান হতে পারেনি এবং তারা হেদায়েতও লাভ করতে পারেনি।(সূরা আল বাক্বারাহ-১৬)

তারা বধির, মূক ও অন্ধ। সুতরাং তারা ফিরে আসবে না।(সূরা আল বাক্বারাহ-১৮)

বরং আল্লাহই তাদের সাথে উপহাস করেন। আর তাদেরকে তিনি ছেড়ে দিয়েছেন যেন তারা নিজেদের অহংকার ও কুমতলবে হয়রান ও পেরেশান থাকে।(সূরা আল বাক্বারাহ-১৫)