সামনে উন্নয়ন চলছে! গুম-খুন-ধর্ষণ কে মেনে নিন!

শেখ মেহেদী মির্জা
Published : 7 April 2016, 08:55 PM
Updated : 7 April 2016, 08:55 PM

২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে হাজারো হত্যাকাণ্ডের মাঝে সবচেয়ে আলোচিত এই ২৫ হত্যাকান্ড। কোনটার আজ পর্যন্ত কোনো সুরাহা হয়নি। সুরাহা দুরের কথা এক্ষেত্রে সরকার অপরাধীদের, হত্যাকারীদের এবং ধর্ষকদের পক্ষেই বিভিন্ন সময়ে কথা বলেছে এবং কাজ করেছে। সরকারের কাছে বিচারপ্রার্থীরা বিচার চাইলেই সরকার শুনিয়ে দেয় নানান গালগল্প।

এমন নজীরবিহীন বিচারহীনতার মধ্যে এখন সাধের বাংলাদেশ। এখন বাংলাদেশে দায়মুক্তির সংস্কৃতি প্রতিষ্ঠিত, এখান থেকে বের হবার কোন ইচ্ছে নেই রাষ্ট্রের। সরকারের ভাষ্য অনেকটা এই রকম, যেহেতু উন্নয়ন হচ্ছে- "বিচার চাই" বলে সময় নষ্ট কইরেন না।

এখন সরকার বিভিন্ন স্পর্শকাতর স্থান গুলোতে সাইনবোর্ড লাগিয়ে জানিয়ে দিলেই পারে- "সামনে উন্নয়ন চলছে! গুম-খুন-ধর্ষণ কে মেনে নিন!"

১) নারায়ণগঞ্জে সাত খুন
২) মাওলানা নুরুল ইসলাম ফারুকী হত্যাকান্ড
৩) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শফিউল ইসলাম কে কুপিয়ে হত্যা
৪) এমপি শাওনের পিস্তলের গুলিতে ইব্রাহিমের মৃত্যু
৫) যুবলীগের সাংগঠনিক সম্পাদক রিয়াজুল হক খান মিল্কিকে (৪২) গুলী করে হত্যা
৬) পুরাতন ঢাকার বিশ্বজিৎ হত্যাকান্ড
৭) আমিনবাজারে ডাকাত সন্দেহে গণপিটুনিতে ছয়জন ছাত্রের মৃত্যুর ঘটনা
৮) প্রকৌশলী ও ব্লগার রাজীব হায়দার হত্যাকান্ড
৯) মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা যুক্তরাষ্ট্রপ্রবাসী অভিজিৎ রায় হত্যাকান্ড
১০) ওয়াশিকুর রহমান বাবু হত্যাকান্ড
১১) ব্লগার অনন্ত বিজয় দাস হত্যাকান্ড
১২) গণজাগরণ মঞ্চের সক্রিয় কর্মী নীলাদ্রী চট্টোপাধ্যায় হত্যাকান্ড
১৩) ইতালীয় নাগরিক সিজার তাভেল্লা হত্যাকান্ড
১৪) জাপানি নাগরিক হোসি কুনিও হত্যাকান্ড
১৫) জাগৃতি প্রকাশনার স্বত্ত্বাধিকারী ফয়সাল আরেফিন দীপন হত্যাকান্ড
১৬) পিডিবি'র সাবেক এ চেয়ারম্যান খিজির খান হত্যাকান্ড
১৭) শিবগঞ্জে শিয়া মতাবলম্বী মুয়াজ্জিন মো: মোয়াজ্জেম হোসেন (৬৫) কে হত্যা
১৮) শ্রমিক নেতা আমিনুল ইসলাম হত্যা
১৯) বেডরুমে সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা
২০) বিএনপি নেতা ইলিয়াস আলী গুম
২১) জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট সহকারী অধ্যাপক ও চিকিৎসক নেতা নারায়ণ চন্দ্র দত্ত ওরফে নিতাই হত্যা
২২) সৌদি দূত খালাফ আল আলী হত্যা
২৩) নারায়ণগঞ্জের ত্বকী হত্যা
২৪) কুমিল্লা সেনানিবাসে তনু হত্যা
২৫) নাজিমুদ্দিন সামাদ হত্যা
২৬) ………….।