শহরের ১৫% ভাগ রাস্তা এখন নদী!

এস এম মুনীর
Published : 16 Sept 2011, 09:01 AM
Updated : 16 Sept 2011, 09:01 AM

দুশ্যটি ঢাকার ব্যস্ততম এলাকা নাখাল পাড়া এলাকা থেকে তোলা। ফার্ম গেট থেকে তেজকুনী পাড়া লোকাসের মোড় নাখাল পাড়া হয়ে নাবিস্কো পর্যন্ত বিস্তৃত এই রাস্তাটি দিয়ে প্রতি দিন লাখো মানুষের চলাচল । দেখলে মনে এগুলো তদারকি করার যেন কেউ নেই । অথচ এখানে দুজন সরকার দলিয় নির্বাচিত প্রতিনিধী বেশ কয়েক বার এলাকার জনগনের ভোটে নির্বাচিত । আছে স্থানীয় নানান নামে লীগ কিন্ত এ পর্যন্ত তিনটি সরকারের কাউকেই এখানকার রাস্তা ঘাট তথা জনগনের উপকার হয় এমন কোন উন্নয়ন মূলক কাজে এগিয়ে আসতে দেখা যায়নী । ওনারা ব্যস্ত সময় টুকু নিজেদের আখের গোছানোর কাজে লাগাচ্ছে । এটাই হয়তো সবার করা উচিত ?প্রশ্ন রইল বিবেকহীন লোক গুলোর কাছে , এলাকাটার নাম "নাখাল পাড়া না হয়ে খাল পাড়া" হলে কেমন হতো?