একজন হকারের দৈনন্দিন জীবন যাপনের আত্মকাহিনী

মো:শাহরিয়ার সাকিল
Published : 18 Sept 2012, 03:45 AM
Updated : 18 Sept 2012, 03:45 AM

রাজধানী ঢাকার শাহবাগে শিশু পার্ক সিগনালে হকার আবুল কাকার সঙ্গে পরিচয় হল কিছুক্ষনের জন্য। জানা হল তার জীবন যাপনের কাহিনী।তার গ্রামের বাড়ী হল নোয়াখালির সোনাইমুড়িতে তিনি একদম ছোটবেলা ঢাকায় এসে ছিলেন।তিনি শাহবাগ সিগনালে হকারি করেন প্রায় ১০ আগে থেকে প্রথমে ২ টাকা দামের প্রতিকা বিক্রি করতেন। তখন তার দিন কেটে ছিলো অনেক সুখে শান্তিতে এবং কিছু টাকা জমাতে পারতেন।তখন তাকে আমি প্রশ্ন করেছিল চাচা আপনি কি ঢাকা শহরে কোন বাড়ী করেছেন কি না। তখন সে হাসি দিয়ে বলে বাবা আমি বাড়ী করতে পারিনি কিন্তু একটি শশুড় বাড়ী করেছি তার মানে হল সে ঢাকা বিয়ে করেছে।এখন তিনি পত্রিকা ছেড়ে বই বিক্রি করেন।আমি তাকে আরেকটি প্রশ্ন করি আগের চাইতে এখন হকারির বাজার কেমন যাচ্ছে তিনি আমকে বড় দৃংখের সহিত বলেন এখন বাজার খুব খারাপ কারন হল এখন যা বিক্রি তার চাইতে খরচ অনেক বেশি এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্য দাম অনেক বেশি।আগের মত মানুষ এখন বই কিনেনা।তার কাছে আমি জানতে চাই আপনি কি কি বই বিক্রি করেন তিনি আমাকে বলেন গল্পের বই,দাদার বই,এবং স্বাস্থ্য বিষয়ক টিপস মোট তিনটি বইর দাম হল মাত্র ১০ টাকা বই বিক্রি করে দিনে ৫০০ খেকে ৬০০ টাকা আয় করেন। যা আমদের দৈনন্দিন জীবনে কাজে লাগে।এসবের মুল কারন হল ১০ বছর আগের চাইতে এখন মুদ্রাস্ফীতির হার অনেক বেশি"

continue tomorrow……