হলমার্ক কেলেঙ্কারি বিষয়ে দুটি কথা

মো:শাহরিয়ার সাকিল
Published : 20 Sept 2012, 02:40 AM
Updated : 20 Sept 2012, 02:40 AM

দেশের বহুল আলোচিত ঋন কেলেঙ্কারি গল্প হল হলমার্ক। এই কোম্পানিটি সোনালি ব্যাংক থেকে ৩৫০০ কোটি টাকা ঋনের নাম করে হাতিয়ে নিয়েছে।অথচ দেখুন এর আগে এই কোম্পানিটিকে দেশের মানুষ চিনত না। তাহলে কি করে সোনালি ব্যাংক এত টাকা ঋন হলমার্ক কে দেয় সোনালি ব্যাংকের কাছে এটা আজ দেশের মানুষের প্রশ্ন। সোনালি ব্যাংক কি একটু ও ভাবেনি এ টাকা হলমার্ক থেকে কিভাবে তুলবে।আজ একটা দৈনিক পত্রিকা দেখলাম সোনালি ব্যাংক নাকি হলমার্কে ১৫ দিনের সময় সীমা বেধে দিয়ে ছিল টাকা ফেরত দেওয়ার জন্য কিন্তু তাতে তারা সারা দেয়নি।একটু অন্য দিকে ফেরা যাক। আমি ছোট বেলা থেকে গ্রামে বড় হয়েছি সেখানে ব্যাংকের ঋনে নিয়ম হল ঋন নেওয়ার আগে ঋন গ্রহিতাকে একজন গ্রান্টারের স্বাক্ষর প্রয়োজন হয় এবং তার জমি জমার দলিল ব্যাংকের কাছে জমা দিতে হয় এবং এত কিছুর দেওয়ার পর তাকে ৫০০০-১০০০০ টাকা পযন্ত ঋন দেয়া হয়। ঋন নেওয়ার দিন ব্যাংকের বড় বাবু কে এর থেকে কিছু দিতে হয় যার নাম হল ঘুষ। তারপর শুরু হয় ঋন গ্রহিতার এবং ব্যাংকের মধ্যে দৌড় ঝাপ। ঋন গ্রহিতা মাঝে মধ্যে ২ একটা কিস্তি খেলাপি করলে গ্রহীতার পিছু ছাড়ে না ব্যাংক কর্মকতারা।ঘড় ছাড়লে ও বাড়ি ছাড়ে না ব্যাংক কর্মকর্তারা যা হল গ্রাম বাংলার প্রবাদ।এক পর্যায়ে টাকা না দিতে পারলে ঋন গ্রহিতাকে দাঁড়াতে হয় আইনের কাঠ গড়ায় তাও মাত্র ৫০০০ টাকার জন্য। কিন্তু হলর্মাক ৩৫০০ কোটি টাকা ঋন কেলেঙ্কারি করে ও আজ পর্যন্ত আইনে কাঠ গড়ায় দাঁড়াতে হয়নি।তাহলে বুঝা যায় গরীবের জন্য আইন ধনী লোকের জন্য আইন প্রয়োজন হয় না।