ব্যাচেলরদের জীবন কাহানি…

মো:শাহরিয়ার সাকিল
Published : 22 Sept 2012, 06:28 AM
Updated : 22 Sept 2012, 06:28 AM

পড়া কিংবা ইত্যাদি কাজের জন্য আসতে আজব এই ঢাকা শহরে।আসলে এখানে পড়তে হয় চরম বিপাকে।যাদের আত্বীয়স্বজন আছে তারা চলে যায় তাদের আত্বীয়র বাড়ী আর যাদের নাই তারা থাকতে হয় ম্যাচ বা বাড়ী ভাড়া করে। ব্যাচেলরদের বাড়ী ভাড়া থেকে শুরু করে খাওয়া দাওয়া শুধু কষ্ট আর কষ্ট।প্রথমে থাকার জন্য দরকার হয় বাড়ী আর ভালো বাড়ী খুজতে গেল বা পছন্দ হলে বাড়ীওয়ালা জিজ্ঞেস করে ব্যাচেলার না ফ্যামিলি।যদি বলি ব্যাচেলার তা হলে বাড়ী ভাড়া দেওয়া যাবে না।কেন ব্যাচেলার দের বাড়ী ভাড়া দেওয়া হবে না এর কারন খুজতে গেলে পাওয়া যায় নানা রকম উক্তি বা সমস্যা। ব্যাচেলাররা লোক সংখ্যায় বেশি থাকে এবং বিভিন্ন মেয়েলী সমস্যার কথা বলে বাড়িওয়ালারা।আমি অকপটে স্বীকার করি মেয়েলী সমস্যার কথাটা।কিন্তু এক হাতে তালি বাজে না এটা আমরা সবাই জানি।ব্যাচেলার লোকদের বাড়িওয়ালাদের কাছে প্রশ্ন যখন ফ্যামিলি ভাড়া দেন তখন কি তাদের সাথে ছেলেরা থাকে না?একজন ব্যাচেলর খারপ বলে সব ব্যাচেলররা তো খারাপ না।যাক তারপর ও বাড়ী ভাড়া পাওয়া গেলে বাড়িওয়ালারা জুড়ে দেন নানা রকম শর্ত যেমন মাসের ১০ তারিখের মধ্যে বাড়ি ভাড়া দিতে হবে,১ বারের বেশী দু বার গোসল করা যাবে না,বন্ধু আনা যাবে না ইত্যাদি।তবে সব বাড়িওয়ালারা খারাপ নয় অনেক বাড়িওয়ালারা ব্যাচেলারদের সমস্যা বুঝে।কিন্তু এরকম বাড়িওয়ালা হাজার কে দু একটা মেলে।এবার আসা যাক রান্না বান্নার কথা বুয়া পাওয়া গেলেও তাদের রয়েছে নানাবিধ সমস্যা কোনদিন তরকারিতে লবন কিংবা জাল বেশি দিয়ে দেয়,এব্যাপারে কিছু বললে বুয়ারা বলে আমি আর কাল থেকে আসবো না।আবার বুয়ার হাত পা ধরে তাকে আনতে হয়।এর ভুক্তভোগী আমি নিজেও। এ ভাবে বেঁচে আছে আজকের ব্যাচেলর সমাজ……..