GPA পদ্ধতিতে সিলেকশন প্রক্রিয়া প্রসঙ্গে কিছু কথা!

মো:শাহরিয়ার সাকিল
Published : 24 Sept 2012, 05:25 PM
Updated : 24 Sept 2012, 05:25 PM

বর্তমানে নতুন শিক্ষানীতি চালু করা হচ্ছে তা হল জিপিএ'র ভিত্তিতে ভর্তি প্রক্রিয়া চালু করা।কিন্তু সুশীল সমাজের এ পদ্ধতি নিয়ে বয়েছে ভিন্নমত।সুশীলসমাজ মনে করে এ পদ্ধতি চালু হলে দেশে অরজিনাল মেধা বের হয়ে আসবে না।তাহলে গ্রামের ছেলে-মেয়ারা এ পদ্ধতিতে ভাল ইউনির্ভাসিটিতে যেমন,মেডিকেল ইত্যাদি টিকতে পারবেনা।কারন হল গ্রামের ছেলে মেয়েরা ঢাকা শহরের স্টুডেন্টের মত এত বেশি প্রাইভেট পরতে পারেনা।তারা পড়ে নিজের মেধা খাটিয়ে পড়া শুনা করে।সুশীল সমাজ মনে করে গ্রামের চাইতে শহরে জিপিএর হার তাই অনেক বেশি।আর যারা গ্রামে ভাল স্কোর করে তারা হল থানা লেভেলের প্রভাব শালীর ছেলে মেয়ে পরীক্ষার সময় দেখা যায় প্রভাবশালীর ছেলে মেয়ের পিছনে ৫-৬ জন শিক্ষক নিয়মিত লেগে থাকে তাতে তারা ভাল স্কোর করে।আর যারা নিম্ম-বিত্ত ঘরের ছেলে মেয়েরা তার পরীক্ষার সময় কোন শিক্ষকের কাছে সাহায্য পায় না তারা যা স্কোর করে তা নিজের মেধা থেকে করে।জিপিএর ভিত্তিতে ভর্তি প্রক্রিয়া শুরু হলে শহরের ছেলে মেয়েরা বেশি টিকবে এ কারন তার বেশি বেশি কোচিং ও প্রাইভেট বেশি পরে তাই তারা ভাল স্কোর করতে পারে।এ থেকে বুযা যায় শহরের ছেলে মেয়েদের অরজিনাল মেধার বিকাশ ঘটে না।তাই সুশীলসমাজ মনে করে মেডিকেল থেকে শুরু করে সকল ইউনির্ভাসিটি ভর্তি প্রক্রিয়া মাধ্যমে হওয়া উচিত।এতে সবাই সুযোগ পাওয়ার সমানাধিকার পাবে।