দেশের জনগন এই রায় মানে না

মো:শাহরিয়ার সাকিল
Published : 6 Feb 2013, 08:17 AM
Updated : 6 Feb 2013, 08:17 AM

১৯৭১ সালে মানবতা অপরাধের দায়ে অভিযুক্ত জামায়াত নেতা আবদুল কাদের মোল্লা ওরফে কসাই কাদের রায় বাংলার জনগন মানে না। কারন তার বিরুদ্ধে ৫টি অভিযোগের মধ্যে ৪টি অভিযোগ প্রমাণিত হওয়ার পর ও কেন তাকে ফাঁসি রায় কেন দেওয়া হল তা আজ জাতি জানতে চায়।কাদের মোল্লা ১৯৭১ সালে মিরপুরের আলোকদিয়া গ্রামে সাধারন মানুষকে নির্বিচারে হত্যা-ধর্ষণ ইত্যাদি কাজ করে তিনি। আন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে প্রায় ৩৫০ জন মানুষ প্রমাণ আছে তারপর ও কেন তাকে ফাঁসির রায় না দিয়ে যাবজ্জীবন দিল তা আজ জাতির কাছে? তাহলে কি আমাদের আন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনাল মুক্তিযুদ্ধের পরাজিত শক্তির কাছে মাথা নত করেছে।রাষ্ট্র পক্ষ আপিলের মাধ্যমে আবার যাতে তার ফাঁসি হয় এটাই আজ বাঙালী জাতির চাওয়া।