পিয়াস করিমের সাক্ষ্যাৎকার: আমার বাবা পাকিস্তান মুসলিম লীগের প্রেসিডেন্ট ছিলেন

সমসি
Published : 21 Oct 2014, 05:12 PM
Updated : 21 Oct 2014, 05:12 PM

২০১৩ সালে ধারণকৃত পিয়াস করিমের একটি ভিডিও সাক্ষাতকার বলেছিলেন যে, "আমার বাবা এম এ করিম একাত্তরে হেরে গেছেন। আজ আমাকে রাজাকারের পোলা বলে গালি শুনতে হয়। আমার বাবা পাকিস্তানে বিশ্বাস করতেন এবং পাকিস্তান (কাউন্সিল) মুসলিম লীগের প্রেসিডেন্ট ছিলেন। উনি শান্তি কমিটির কিছু ছিলেন না, কিন্তু যেহেতু কাউন্সিলার ছিলেন এবং মুসলিম লীগ করতেন, পাকিস্তান সাপোর্ট করতেন, তাই একাত্তর সালের নয় মাস তিনি বাড়িতে বসে তাস খেলেছেন আর বই পড়েছেন। আমার পিতা এম এ করিম আমার মনের কোথাও না কোথাও বাস করেন।"