কেন জামায়াত শিবিরের মত মিথ্যা বলা?-“এটি হত্যা নয় বরং ঠাণ্ডা মাথার খুন”

সমসি
Published : 13 April 2012, 01:49 PM
Updated : 13 April 2012, 01:49 PM

কেন জামায়াতে শিবিরের মত মিথ্যা বলা?-"এটি হত্যা নয় বরং ঠাণ্ডা মাথার খুন"

বৃহস্পতিবার ভোররাতে গরু নিয়ে দেশে ফেরার পথে ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার ছোট বাঁকড়া নামক স্থানে পৌঁছালে কৈজুড়ি ক্যাম্পের বিএসএফ সদস্যরা সিরাজুলকে আটক করে বলে স্থানীয়রা জানায়।
bdnews24

আজ সাতক্ষীরা বর্ডারএ এক কৃষক তার গরুর জন্য ঘাস কেটে নিয়ে যাওয়ার সময় তার তল্লাশি চালানো হয় এবং তাকে ধরে নিয়ে যাওয়া হয় পরবর্তিতে তাকে বর্ডার এর কাছে মৃত অবস্থায় উদ্ধার করা হয় । হতভাগার নাম ছিল সিরাজুল ইসলাম।
মশিউর রহমান

এটি হত্যা নয় বরং ঠাণ্ডা মাথার খুন

২০০১-২০০৬ এর শাসনামলে একটি বছরের জন্যেও বি,এস,এফ-এর নৃশংসতার বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিতে পারেনি।
২০০৬ সনে একবছরে সীমান্তে হত্যার স্বীকার হয়েছিল ১৫৫ জন। ২০০৯ সনে৯৮ জন, ২০১০ সনে৭৪ জন আর ২০১১ সনে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কম ২৭ জন হত্যার শিকার হয়।
2011 বছর সীমান্তে সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে (২৭ জন ), তা যদি নতজানু পররাস্ট্রনীতির ফলে হয়, তবে যে বছর (ছাগুদের আমলে) ১৫৫ জন মারা গেলো, তা কোন নীতির ফল? তাহলে তখন ঐ জামাত বিএনপির সরকারের কি ভারতের প্রতি বেশি নতজানু পররাস্ট্রনীতি ছিল , জানতে মুঞ্চায় ??

Killings of Bangladeshi Nationals by the BSF (2000 – 2011 Aug)
http://www.odhikar.org/Upload%20statistics/Border.pdf