তথ্যপ্রযুক্তি নিয়ে সচেতনতা তৈরিতে বিতর্ক প্রতিযোগিতা

সবুজ আহম্মেদসবুজ আহম্মেদ
Published : 12 August 2018, 04:13 PM
Updated : 12 August 2018, 04:13 PM

তথ্যপ্রযুক্তির অপব্যবহার নিয়ে সচেতনতা গড়ে তুলতে উন্মুক্ত বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছে ঠাকুরগাঁওয়ের স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ল্যাম্পপোস্ট।

শুক্রবার জেলার পীরগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের মধ্যে এ বিতর্ক অনুষ্ঠিত হয়। এছাড়াও শিক্ষার্থীদের জন্য বিজ্ঞান ক্লাবের প্রয়োজনীয়তা বিষয়ে একটি কর্মশালাও অনুষ্ঠিত হয়।

'তথ্যপ্রযুক্তি অভিশাপ নয়, আশীর্বাদ' বিষয়ে অনুষ্ঠিত এ বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজয়ী হয় পীরগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।

বিতর্ক ও কর্মশালা অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোসফেকুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম জাহিদ হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা ইসমত আরা, উপজেলা শিক্ষা কর্মকর্তা জহুরুল ইসলাম, রাণীশংকৈল ডিগ্রী কলেজের প্রভাষক সবুর আলম, পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল ইসলাম।

কর্মশালা শেষে বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিরা। অন্য সকল প্রতিযোগীকে উপহার দেয়া হয় ল্যাম্পপোস্ট নলেজ প্রোডাক্ট সমূহ এবং সব সময়ের গাছ ।