আমরা আর প্রতারিত হতে চাই না

সফরদার
Published : 10 Feb 2012, 03:02 AM
Updated : 10 Feb 2012, 03:02 AM

নামের আগে শুধু "ডা:" লিখেই আপনি হয়ে যেতে পারেন একজন সর্বরোগ বিশেষজ্ঞ ডাক্তার। ফার্মেসি দিয়ে সাইন বোর্ড লাগিয়ে শুরু করে দিতে পারেন আমাদের সাথে প্রতারণা। আপনাকে কেউ কিছু বলবে না। যদি কেউ কিছু বলেও অসুবিধা কি !! কিসু পইসা ধরিয়ে দেবেন বেস কেল্লা ফতেহ।

গ্রামের সহজ সরল গরীব জনগণের সাথে ঐ ভাবে প্রতারণা করে চলেছে লাখ লাখ ভুয়া ডাক্তার নামধারী প্রতারকেরা। শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত কারোরই রেহাই নেই তাদের হাত থেকে। চিকিত্সা বিজ্ঞানের কিছু জানুক আর নাই জানুক; সুন্দর পরামর্শ পত্রে কিছু ঔষধ লিখে দিয়ে হাতিয়ে নিচ্ছে দরিদ্র মানুষের শেষ সম্বল পর্যন্ত। ডায়াগ্নস্টিক সেন্টার এ পাঠিয়ে কিছু অপ্রয়োজনীয় টেস্ট করিয়ে ডায়াগ্নস্টিক সেন্টার থেকে কমিশন আদায় করে নেয় এরা। সব হারিয়ে রোগ বাড়িয়ে শেষে দারস্ত হাসপাতলে…।

বিশেষত গর্ভবতী মায়েরা নিজের ও গর্বের সন্তানের জীবন তুলে দিচ্ছেন ঐ সব ভুয়া ডাক্তার দের হাতে।
ডিজিটাল বাংলায় আমরা আর এভাবে প্রতারিত হতে চাই না ……।

সংশ্লিষ্ট কর্তিপক্ষ্য এদিকে নজর দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলে আমরা এখনো আশা বাদী। এবং বাংলার সহজ সরল জনগণ কে ঐসব প্রতারক দের হাতে আর তুলে দেবেন না …….।
আর আমার বাংলার সহজ সরল মানুষদের বলছি আপনারাও জেগে উঠুন সচেতন হউন ওই সব প্রতারকদের বিরুদ্ধে।