মানিকগঞ্জে ম্যাজিষ্ট্রেট কর্তৃক ওমেদারের শরীরে গরম পানি নিক্ষেপ: কর্মচারীদের কর্মবিরতি

সোহেল রেজা
Published : 7 March 2012, 01:53 PM
Updated : 7 March 2012, 01:53 PM

মানিকগঞ্জে বুধবার সকালে এক ম্যাজিষ্ট্রেট ওমেদারের শরীরে গরম পানি নিক্ষেপ করার প্রতিবাদে কর্মবিরতি পালন করেছে কালেক্টরেট ভবনের কর্মচারীরা।

কালেক্টরেট কর্মচারী কল্যাণ সমিতি সূত্রে জানা যায়, মানিকগঞ্জ ম্যাজিষ্ট্রেট ডরমেটরী ভবনে ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মামুন তালুকদার অফিসে এসে ওমেদার আব্দুর রাজ্জাকের কাছে খাবার পানি চায়। এ সময় প্রতিদিনকার মত ওমেদার তাকে পান করার জন্য গরম পানি দেন। এতে তিনি প্তি হয়ে ওমেদার আব্দুর রাজ্জাকের শরীরে ওই গরম পানি নিপে করে।

ঘটনার প্রতিবাদে মানিকগঞ্জ কালেক্টরেট কর্মচারী কল্যাণ সমিতির আহবানে কর্মচারীরা সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তাদের কর্মবিরতি পালন করে। এতে কাজ কর্ম স্থবির হয়ে পড়ে। আর ভোগান্তিতে পড়ে বিভিন্ন সেকসনের সেবা নিতে আসা মানুষ। পরে জেলা প্রশাসকের মধ্যস্থতায় বিষয়টি মীমাংসা হলে কর্মচারীরা কাজে যোগ দেয়।