মোঃ সাইফুল ইসলাম সোহেল
Published : 2 Nov 2018, 10:21 AM
Updated : 2 Nov 2018, 10:21 AM

সিঙ্গারা ফল। অনেকেই একে পানি ফলও বলেন। যদিও দুটো ফলে মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। দেখতে বাদুড় বা ষাঁড়ের মুখের মতো বলে একে ব্যাট নাট, বাফেলো নাট বলা হয় ইংরেজিতে। রাস্তার আশপাশে দোকানিদের এই ফল নিয়ে বসে থাকতে দেখা যায়। খোসা ছাড়ালে ভিতরে সাদা বাদামের মতো কিছুটা শক্ত শাঁস আছে। যা কাঁচা অথবা রান্না করে খাওয়া যায়। এছাড়াও সালাদ হিসেবেও খাওয়া যায় অত্যন্ত পুষ্টিকর এই ফলটি। গত ২৭ অক্টোবর জামালপুরের গেটপাড়, স্টেশন রোড থেকে তোলা ছবি।