লোম বিবাহ

তাহমিদুর রহমান
Published : 8 Jan 2011, 10:10 PM
Updated : 8 Jan 2011, 10:10 PM

এলেবেলে, একেবারেই এলেবেলে
তবু তুমি বলে এলে
ল্যাঠা চুকিয়ে দিলে
সব ললনাকে কেন শিখিয়ে দিলে,
আমি কি এবার তবে
পণ্য দেহের সন্নিধানে
বইয়ে দিব চুমোয় চুমোয়
অবিরল লিথির কুয়োয়;
তখনও কি উপদেষ্টা হয়ে দাঁড়িয়ে রবে
তৃপ্তি পাবে পুরনো প্রণয় চুম্বন ক্ষনে;
তবে একগোছা চুল রেখে এস টিকলির সাথে
দেখ লজ্জা ঢাকতে পার আর কিসে।

এলেবেলে, একেবারেই এলেবেলে
কোলাহলশূন্য রাতে চলে এলে
সে রাতে বৃষ্টি হল না
চাঁদ আলো ছড়ালো না
পেঁচারা ডেকে চলল রাত অবধি
এখন কি অমাবস্যার সময়,
এসময়ে আমার মাথায় তিলক এঁকে
বৃন্দাবনেই বাসস্থান গেঁড়ে বসলে,
সেখানে এখন মদের আসর বসে না
আর লীলা সংগীরা হারিয়ে গিয়েছে
বৃন্দাবনের পাশের শহরে।