খুঁজে ফিরে সে

সামিউল করিম
Published : 4 August 2011, 11:55 AM
Updated : 4 August 2011, 11:55 AM

কিভাবে শুরু করব বুঝতে পারছিনা। আমার অতি কাছের একজন বন্ধু'র কাহিনী। ধরে নেই তার নাম পার্থ। জন্ম 23 শে জুন 1980। জন্মস্থান ঢাকা মেডিক্যাল কলেজ হসপিটাল। পার্থ জন্ম নিল পৃথিবীর বুকে আর ওর জন্মদাত্রী মা বিদায় নিল পৃথিবী থেকে। তারও আগে ওর বাবা ইন্তেকাল করেছেন। হসপিটাল এ কে বা কারা ওর মা কে এনেছিল তার কোনও রেকর্ড নেই। ছেলেটি একেবারেই এতিম হয়ে পৃথিবীতে পদার্পণ করল। পরবর্তী পরিস্থিতিতে সে একজন মহীয়সী নারীর কোলে সন্তান হিসেবে ফিরে গেল। যাকে সে এখন আম্মু ডাকে । ভদ্রমহিলা তাকে চার বছর পর্যন্ত নিজ সন্তানের মত লালন পালন করল। এরপর ভদ্রমহিলা পিএইচডি করতে দেশের বাইরে যাওয়ার প্রাক্কালে একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানে রেখে গেলেন। ছেলেটি সেখানে বড় হতে লাগলো। সেই প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী ক্লাস সেভেন এ উঠার পর সে আরেক জায়গায় গেল। একই প্রতিষ্ঠান কিন্তু অন্য এলাকায়। সেখান থেকে সে এস.এস.সি, এইচ.এস.সি পাস করে প্রতিষ্ঠানের খরচে প্রতিষ্ঠানের বাইরে পড়ালেখা ও জীবনধারণ করতে লাগলো। একপর্যায়ে সে মাস্টার্স পাস করল,বিভিন্ন চড়াই উতরাই পেরিয়ে সে এখন একটা ভাল চাকরি করছে। এখন সে মোটামুটি সচ্ছল, বিয়েসাদি করে ভালোভাবেই জীবনযাপন করছে। কিন্তু তার একটাই অভাব, তার কী কেউ নেই। রক্তের সম্পর্কের কেউ? ওরও তো চাচা মামা দাদা নানা ডাকতে ইচ্ছে করে…….।
ব্যাপারটা আমাকে খুব ভাবায়……..