শহীদ চান্দুকে বাঁচাতে এগিয়ে আসুন

রেজওয়ান আব্দুল্লাহ
Published : 11 Jan 2016, 10:14 AM
Updated : 11 Jan 2016, 10:14 AM

শহীদ চান্দু বাংলাদেশের একটি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নাম। যার অবস্থান উত্তরবঙ্গের কেন্দ্রস্থল বগুড়া। এলাকাটি গত ৭/৮ বছর যাবত উন্নয়ন বঞ্চিত ও চরম অবহেলিত। যা দেখার কেউ নেই। নতুন উন্নয়ন হচ্ছেনা কিন্তু পুরাতন উন্নয়নকেও রক্ষা করা হচ্ছেনা। এটা কখনই আমাদের দেশ ও জনগনের জন্য ভাল সংবাদ নয়। উত্তর বঙ্গে একটি মাত্র আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ছিল তাও রাজনৈতিক প্রতিহিংসার কারনে ধ্বংস হতে চলেছে। এরকম দেশপ্রেম নিয়ে আমরা খুব বেশী দুর এগুতে পারব বলে মনে হয়না। দেশে এগিয়ে যেতে হলে দেশের সুষম উন্নয়ন নিশ্চিত করতে হবে।

"অনেক কাঠখড়ি পুড়িয়ে পাওয়া শহীদ চাঁন্দু স্টেডিয়ামের আন্তর্জাতিক স্বীকৃতি বাতিল হয়ে গেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে প্রায় ১০ বছরে কোনো আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজন না করায় আইসিসি ভেনুর তালিকা থেকে শহীদ চাঁন্দু স্টেডিয়ামের নাম বাদ পড়েছে। এরপর বাংলাদেশের ক্রিকেট ভেনুর তালিকাতেও এখন আর জায়গা নেই দেশের অন্যতম এই স্টেডিয়ামের। আন্তর্জাতিক স্বীকৃতি হারানোর পরও ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো এত দিন বাংলাদেশের গ্রাউন্ডসের তালিকায় শহীদ চাঁন্দু স্টেডিয়ামের নাম লিখলেও এখন তারাও মুখ ফিরিয়ে নিয়েছে। ক্রিকইনফোর অফিসিয়াল পেজে বাংলাদেশের গ্রাউন্ডসের তালিকা থেকে তারাও শহীদ চাঁন্দু স্টেডিয়ামের নাম বাদ দিয়েছে।"নয়াদিগন্ত

দেশের সম্পদ হিসাবে শহীদ চান্দু স্টেডিয়ামকে বাচাঁনোর দায়িত্ব আমাদের সকলের। তাই এগিয়ে আসুন  শহীদ চান্দুকে বাঁচাতে।