নির্মমতা আর কতদূর হলে জাতি হবে নির্লজ্জ?

সোনিয়া জাহান
Published : 26 March 2012, 02:24 PM
Updated : 26 March 2012, 02:24 PM

মেঘ -তাঙ্কা (মামা) তোমার কাছে কি আল্লাহ্‌ নম্বর হবে? মামা- কেন বাবা? মেঘ- না মানে ১টা ফোন করে দেখতাম আব্বু আম্মুর চিকিৎসা শেষ হয়েছে কি না? আব্বু আম্মু আসে না কেন? ওই খানে কি আর ১টা মেঘ আছে? নির্বাক তাঙ্কা কি জবাব দিবে? নির্বাক আমরা সবাই ।কিন্তু কই সবাই তো ভুলেই গেছে মেঘের কথা । মেঘের আড়ালেই হারিয়ে যাচ্ছে মেঘ । প্রধানমন্ত্রী তো মেঘের সব দায়িত্ব নিলাম বলেই খালাস ।মাস পার হয়ে গেলেও এখন ও আসামী গ্রেফতার করতে পারলেন না ,তারপরও বলে যাচ্ছে মামলার অগ্রগতি হয়েছে ,কিসের অগ্রগতি আসামি ছেড়ে দিয়ে অগ্রগতি ?আর কত মেঘের কান্না ঝরলে সরকার মহলের টনক নড়বে ?রাজনৈতিক নেতা -নেত্রীরা বাস্ত তাদের ক্ষমতা ধরে রাখা নিয়ে। শিশু মেঘ যেন রাজনৈতিক প্রতি-হিংসার বলি । নিজেকে আজ বরও অপরাধী মনে হয় ,আমরা তরুণ প্রজন্ম কিছুই করতে পারছি না এই কি স্বাধীনতা? তাহলে বলবো চাইনা স্বাধীনতা ।যেখানে বাক স্বাধীনতা নাই, নিজের ঘরে নিরাপত্তা নাই, রাস্তায় নিরাপত্তা নাই, তাহলে স্বাধীনতা কি? শুধুই কি ১টা শব্দ? মেঘ কে বলতে চাই পারলে এই নির্লজ্জ জাতিকে ক্ষমা করে দিও ।আর জাতিকে বলতে চাই- নির্মমতা আর কতদূর হলে জাতি হবে নির্লজ্জ?