এবার বইমেলায় শব্দশৈলী’র স্টলে ‘মঙ্গল পাণ্ডে’

সৌমেন গুহ
Published : 27 Jan 2018, 07:58 PM
Updated : 27 Jan 2018, 07:58 PM

ইতিহাস বরাবরই একটা নেশা। যেটা পূর্বপুরুষকে আবিষ্কার, যেটা নিজের অস্তিত্ব অনুসন্ধান। সেই নেশায় এবার শুরু করলাম ইতিহাসের কিছু চরিত্রের অনুসন্ধান। ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাস শুরু হয় আঠারশ সাতান্ন সালের সিপাহী বিদ্রোহ থেকে? কিন্তু জানেন এই বিদ্রোহ কিভাবে শুরু হয়েছিল? বহুশ্রুত কিছু উপকথা আখ্যান মিথ জন্ম দেয় অনেক মহা নায়কের? কিন্তু জানতে ইচ্ছে করে না একজন মানুষ কিভাবে মহামানব হয়ে উঠে। নাকি আমরা বানাই তাকে? মঙ্গল পাণ্ডে, অনেকে চিনেন যিনি শুরু করেছেন সিপাহী বিদ্রোহ!

এভাবেই ভারতীয় ঐতিহাসিকগণ এতোদিন ইতিহাস লিখেছেন। যিনি ব্যারাকপুরে অসীম সাহসের পরিচয় দিয়েছেন, আমীর খানের একটা সিনেমায় সেটির চিত্রায়ন অনেকেই দেখেছি। সিপাহী বিপ্লব শুরু হয় অন্য সেনানিবাসে? আরো পরে?


এসব অসংগতি আর পুরো ইতিহাসটার বিস্তৃত বিবরণ পাবেন এই বইয়ে। রুদ্রাংশু মূখার্জীর মূল বই "Mangal Pandey: A Brave Martyr or an accidental hero?" এর অনুকরণে রূপান্তরিত এই বইয়ে সব ঘটনার বাখ্যা করার চেষ্টা করেছি। আশা করি সবাই পড়বেন! জানার জন্যে না কেবল, ভুল জানাটাকে দূর করার জন্যে হলেও!