যুদ্ধাপরাধী কারা?

শয়ন
Published : 8 Dec 2011, 02:01 AM
Updated : 8 Dec 2011, 02:01 AM

আওয়ামী আর বিএনপি বুঝি না, যুদ্ধাপরাধীর বিচার চাই।১৯৭১ সালের ইতিহাস জানতে চান, তাহলে রাজাকারগো তৎকালীন প্রধান মুখপাত্র দৈনিক সংগ্রাম পত্রিকার তখনকার নিউজ পইড়েন সব জানতে পারবেন। ধর্মের নাম ব্যবহার করে কারা শান্তি কমিটি গঠন করেছিল, গনহত্যায় পাকসেনাদের ইনফরমেশন দিয়েছিল, আমাদের মেয়েদের ধরে নিয়ে খানসেনাদের হাতে তুলে দিয়েছিল শান্তি কমিটি, সেই সব বদমায়েশদের চিনতে পারবেন ওদেরই পত্রিকা দৈনিক সংগ্রাম এর তৎকালীন নিউজ থেকে। আজকাল অনেকেই বলে, তৎকালীন শান্তি কমিটি, ছাত্র সংঘের নেতারা হত্যা-রেপ ইত্যাদি কুকাজের দায়ে দায়ী নয়, কারন নেতারা তো আর নিজে যুদ্ধের ময়দানে গিয়ে খানসেনাদের সাথে ওসব অপকর্ম করেনি। তাহলে তো ভাই প্রেসিডেন্ট বুশও ইরাক, আবগানিস্থানের যুদ্ধের ময়দানে গিয়ে নিজ হাতে একটাও খুন করেন নি, তাই বলে কি বুশ ইরাক-আফগানিস্থানের গনহত্যার দায় থেকে মুক্ত ? সম্মানিত পাঠক আপনাগো বিবেকের কাছে এই প্রশ্ন রইলো।