দিদৃক্ষা

বিনয় বর্মনবিনয় বর্মন
Published : 1 Nov 2015, 03:58 PM
Updated : 1 Nov 2015, 03:58 PM

(আহমেদুর রশীদ টুটুল ও ফয়সাল আরেফিন দীপন)

চাঁদের চোখ খেয়েছে পোকায়
সমুদ্রফেনায় আকাশের প্রতিবিম্ব নেই
বুঝি না কলির ধুমকেতু
কোথা দিয়ে আসে আর কোথা দিয়ে যায়।

দেখার আনন্দহীন দিনে অন্ধতাই শ্রেয়
কি হবে ধ্যান আর জ্ঞানের চর্চায়
যখন গ্রন্থাগারে ঘুণপন্থী শব্দমিছিল
মননে মননে গ্রহণের গ্রাস।

ওরা কারা সূর্যালোকে ভীত
মুক্ত বাতাসে দম বন্ধ হয়ে আসে
অন্ধ গুহায় লুকিয়ে লুকিয়ে
শান দেয় পান-খাওয়া জিভে।

মরুতে আটকে আছে ক্যারাভ্যান চাকা
গুলবাগিচায় ভুলভুল পাখি
দাউ দাউ কৃষ্ণপক্ষে বিরান গোরস্থানে
জম্বির উলটো পায়ে হাঁটা।

যখন জীবাণুর সংক্রমণ বিশ্বাসে বিশ্বাসে
তখন অবিশ্বাস হয়ে ওঠে মুক্তির দর্শন
ধীরে ধীরে ফিরে আসে বিশুদ্ধ স্বর
রাতভর জাগ্রত গানের আসর।