বিজয় দিবস এবং একটি জিজ্ঞাসা

লিটু
Published : 15 Dec 2012, 04:02 PM
Updated : 15 Dec 2012, 04:02 PM

অভিনন্দন সবাইকে, আমি লিটু। আজকেই আমার প্রথম লেখা । আমার আশা সবাই আমাকে সহজ ভাবে গ্রহণ করবে। আগামীকাল ১৬ ডিসেম্বর আমাদের বিজয় দিবস। বাঙালি জাতির এক অবিস্মরণীয় দিন। এ দিনটি বাঙালি জাতির জন্য এমনি এক দিন, যা চির দিন তাদের মনে দাগ কাটবে। আমার জন্ম স্বাধীনতার অনেক পড়ে। কিন্তু আমি আমদের ইতিহাস থেকে জেনেছি এই স্বাধীনতার জন্ম কিভাবে হয়েছে। কত জনের বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয়েছে রাজপথে। কত মা-বোন কে হারাতে হয়েছে তাদের সম্ভ্রম। যে সময়টাতে সাত কোটি বাঙালি সপ্ন দেখেছিল একটি স্বাধীন দেশের, যেখানে থাকবে না কোন হানাহানি, থাকবে না কোন পাক-হানাদারের চোখ রাঙানি।

কিন্তু, এখন কী হচ্ছে এই দেশে?

আমি এই দেশের একজন যুবক। এই দেশের যেকোনো ভাল খবর আমাকে আনন্দ দেয়, যে কোন কষ্টের খবর আমাকে অনেক কষ্ট দেয়। যখন এই দেশের ক্রিকেটাররা সিরিজ জয় করে, তখন গর্ভে আমার বুকটা ভরে উঠে। কিন্তু যখন কোন বিশ্বজিত্ কে বীনা কারণে দিনের বেলা জনসমক্ষে এমনকি সাংবাদিক ও পুলিস এর সামনে ধারাল চাপাতি কুপে প্রাণ হারাতে হয়, তখন আমার বুকের ভেতরটা কেমন করে বলতে পারেন কেউ ??