বোরো বীজতলায় লেদা পোকার প্রাদূর্ভাব

সুবীর
Published : 18 Dec 2011, 11:39 PM
Updated : 18 Dec 2011, 11:39 PM

সম্প্রতি কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন উপজেলায় বোরো বীজতলা, সরিষা, আলু ও শীতের সব্জি ক্ষেতে লেদা পোকার প্রাদূর্ভাব বেড়ে গেছে। মূলত কৃষকরা এই পোকাকে ধানের শীষ কাটতে দেখেছে কিন্তু এবার বীজতলা, সরিষা ক্ষেতে আক্রমন দেখে ভীত ও চিন্তিত হয়ে বাজার থেকে বিভিন্ন কীটনাশক ব্যবহার করছে। স্থানীয় ডিপ্লোমা কৃষিবিদদের সাথে আলাপ করে জানা যায় লেদা পোকা Rice Swarming Caterpillar বৈজ্ঞানিক নাম Spodoptera mauritia। জীবন চক্র সম্পাদন করতে শুকনা জমি প্রয়োজন বিধায় শুকনা জমি বেশী আক্রান্ত হয় তবে ভেজা জমিও আক্রান্ত হয।
*পাতা কেটে কেটে খায় বিধায় এদেরকে কাট ওয়ার্মও বলে।
* কীড়া ও পূর্ণবয়স্ক উভয় ধানের পাতার পাশ থেকে খেতে থাকে।
*এরা চারার গোড়াও কাটে।
* এক ক্ষেত থেকে আরেক ক্ষেতে আক্রমন করে।
* ধান না পেলে অন্য ফসলও খায়। মেঘলা/মেঘাচ্ছন্ন আবহাওয়ায় এদের প্রদূর্ভাব বেশী।
দমন:-
* আক্রান্ত ক্ষেতে সেচ দিলে এবং পাখির খাওয়ার সুবিধার জন্য ক্ষেতের বিভিন্ন স্থানে ডালাপালা পুতেঁ দিয়ে এ পোকার সংখ্যা কমানো যায়।
* ক্ষেতের চার পাশে নালা করে কেরোসিন মিশ্রিত পানি দিয়ে রাখলে কীড়া আক্রান্ত জমি হতে অন্য জমিতে যেতে পারেনা।
* শতকরা ২৫ ভাগ পাতার ক্ষতি হলে অনুমোদিত কীটনাশক ব্যবহার করা যেমন কার্বারিল ৫.৪ কেজি/একর অথবা সাইপারেমথ্রিন/ল্যামডাসাইহ্যালোথ্রিন/ক্লোরপাইরিফস ১০ লিটার পানিতে ১০ মিলি ৫ শতক জমিতে স্পে।