কৃষি ক্ষেত্রে উষ্ণ ও শৈত্য প্রবাহ এবং কুয়াশা

সুবীর
Published : 27 Dec 2011, 06:14 PM
Updated : 27 Dec 2011, 06:14 PM

এবার পৌষের শুরুতেই শীতের তীব্রতা উষ্ণ ও শৈত্য প্রবাহ এবং কুয়াশা জনজীবনে ঝেকে বসেছে। জনজীবনের সাথে কৃষিতেও ব্যাপক প্রভাব ফেলেছে। উষ্ণতা বৃদ্ধি, উষ্ণ ও শৈত্য প্রবাহ এবং ঘন কুয়াশাজনিত সমস্যা মোকাবেলায় পূর্কপ্রস্তুতি গ্রহণ করা যেতে পারে।
* তী্ব্র শীত ও কুয়াশা থেকে রক্ষা করার জন্য প্রয়োজনে শাকসব্জির চারা পলিথিন দিয়ে ঢেকে রাখতে হবে।
* বোরো বীজতলায় সন্ধ্যায় পানি দিয়ে ডুবিয়ে সকালে ছেরে দিতে হবে অথবা
* বোরো বীজতলায় পলিথিন দিয়ে ডেকে রাখতে হবে।
* সকালে চারায় লেগে থাকা কুয়াশা রশি দিয়ে টেনে পরিষ্কার করে দিতে হবে।
* ঠান্ডায় ছত্রাকের আক্রমন থেকে রক্ষার জন্য প্রয়োজনে সঠিক ছত্রাকনাশক ব্যবহার করা যেতে পারে।
* কুয়াশার ক্ষতি থেকে মুকুল রক্ষা কিরার জন্য আমগাছে পনি বা সঠিক ছত্রাকনাশক ব্যবহার করা যেতে পার্
* হাঁস-মুরগির ঘরের চারদিকে চটের বস্তা দিতে হবে যাতে ঠান্ডা বাতাস প্রবেশ করতে না পারে সে জন্য ঘর মেরামত রাখতে হবে।
* অতিরিক্ত ঠান্ডায় কসুম গরম পানি েএবং পানির সাথে ভিটামিন এ,ডি,ই সরবরাহ করতে হবে।
* মুরগির ঘরের মেঝেতে ৪ েইঞ্চি লিটার দিতে হবে।
* ব্রুডারে প্রয়োজনে বেশি ওয়াটের বাল্ব লাগাতে হবে।
* প্রচন্ড ঠান্ডার সময় গবাদি পশুর গায়ে চট দিয়ে ঢেকে দিতে হবে।