বোরো মৌসুমে সেচ ব্যবস্থাপনা

সুবীর
Published : 31 Jan 2012, 04:35 AM
Updated : 31 Jan 2012, 04:35 AM

চারা রোপনের পর জমিতে ১০-১৫ দিন পর্যন্ত প্রয়োজনীয় পরিমাণ পানি রাখতে হবে। এরপর কম পানি রাখতে হবে। ধানের জমিতে সব সময় দাঁড়ানো পানি রাখার প্রয়োজন নেই। তবে লক্ষ্য রাখতে হবে, ধানগাছ যেন খরা কবলিত না হয়। ইউরিয়া উপরি-প্রয়োগ, গুটি ইউরিয়া ব্যবহার এবং আগাছা নিয়ন্ত্রণের জন্য জমিতে কিছু না কিছু পানি থাকতে হবে। বোরো মৌসুমে সাধারণত মাটির নালা দিয়ে পানি সেচ দেয়া হয়। ফলে জমি ও পানি উভয়ের অপচয় হয়। এ অপচয় রোধকল্পে পিভিসি অথবা প্লাস্টিক পাইপ ব্যবহার করা যায়। এ পদ্ধতিতে সেচ দিলে পানির অপচয় বন্ধের সাথে সাথে সেচ খরচও কমানো যায়। কারণ এ ব্যবস্থায় গভীর/অগভীর নলকূপ থেকে কাঁচা নালার সেচের তুলানায় শতকরা ৪২ ভাগ বেশি জমিতে পানি সেচ দেয়া সম্ভব।

এডাব্লিউডি পদ্ধতি: বোরো মৌসুমে ধান আবাদে পানি সাশ্রয়ী আর একটি পদ্ধতির নাম অলটারনেট ওয়েটিং এন্ড ড্রায়িং বা এ ডব্লিউ ডি। এ পদ্ধতির জন্য প্রয়োজন হয় একটি ১০ সে.মি ব্যাস ও ৩০ সে.মি লম্বা ছিদ্রযুক্ত প্লাস্টিক পাইপ। এটি চারা রোপণের ১০-১৫ দিনের মধ্যে জমিতে স্থাপন করতে হবে যেন ছিদ্রবিহীন ১০সে.মি মাটির উপরে এবং ছিদ্রযুক্ত ২০ সে.মি মাটির নিচে থাকে। এবার পাইপের নিচ পর্যন্ত ভিতর থেকে মাটি উঠিয়ে নিতে হবে। মাটি শক্ত হলে গর্ত করে মাটিতে বসানো যেতে পারে। পাইপ বসানোর সময় জমিতে ৫ সে.মি পর্যন্ত পানি থাকতে পারে এবং ওই পানি শুকানোর সময় থেকে পাইপের ভিতর পানির স্তর পর্যবেক্ষণ করতে হবে। যখন পানির স্তর ১৫ সে.মি নিচে নেমে যাবে তখন সেচ দিতে হবে যেন ক্ষেতে ৫ সে.মি পর্যন্ত পানি থাকে। আবার ক্ষেতের দাঁড়ানো পানি শুকিয়ে পাইপের ভিতর ১৫ সে.মি নিচে নেমে গেলে সেচ দিতে হবে। এভাবে পর্যায়ক্রমে ভিজানো ও শুকানো সেচ চলবে ৪০-৪৫ দিন। যখনই গাছে থোড় দেখা দেবে তখন ক্ষেতে স্বাভাবিক ২/৩ সে.মি পানি রাখতে হবে। দেখা গেছে এডব্লিউড পদ্ধতিতে বোরো ধানে সেচ দিলে ৪-৫ টি সেচ বাঁচানো যায় এবং ফলনও কমে না। এভাবে এ প্রযুক্তি পানি, জ্বালানি, টাকা ও সময় সাশ্রয় করে।